শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

গাজায় সমুদ্রতীরের কাছে পানিতে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ডুবে মারা গেছেন ১২ ফিলিস্তিনি। খবর- সিএনএন

সোমবার (২৫ মার্চ) প্রত্যক্ষদর্শী আবু মোহাম্মদ সিএনএনকে জানায়, তীর থেকে বেশ দূরে ফেলা হয়েছিল ত্রাণ। অনেকেই হুড়মুড় করে সেই ত্রাণ নিতে পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সাঁতার না জানায় স্রোতের টানে ডুবে মারা যায়।

এ মাসের শুরুর দিকে গাজা শহরের আল শাতি শরণার্থী শিবিরে বিমান থেকে ত্রাণ ফেলা হয়, যার নিচে চাপা পড়ে নিহত হন অনেকে।

বিমান থেকে এভাবে ত্রাণ ফেলার বিরোধিতা করছেন অনেকেই। হামাস বলেছে, এভাবে ত্রাণ বিতরণ করাটা ফিলিস্তিনিদের জন্য অসম্মানজনক এবং অকার্যকর। স্থলপথে ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছে তারা, কিন্তু শুরু থেকেই স্থলপথে ত্রাণ পাঠানোর ব্যাপারটিতে বাগড়া দিয়ে আসছে ইসরায়েল।

সোমবার এভাবে বিমানের মাধ্যমে ত্রাণ দিয়েছে মিশর, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, এবং আরব আমিরান-জর্ডানের যৌথ একটি উদ্যোগ। এর মধ্যে কাদের পাঠানো ত্রাণ সাগরে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।

Facebook Comments Box

Posted ১:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com