নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 207 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে সবচেয়ে বড় পরিসরে অমর একুশে উদযাপন করলো বাংলাদেশ সোসাইটি। শতাধিক আঞ্চলিক ও কমিউনিটি সংগঠনের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন সহস্রাধিক মানুষ। প্রধান অতিথি বাংলাদেশি আমেরিকান রাজনীতিবীদ, দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ ম্যাগাজিনের সম্পাদক ও জেবিটিভির প্রেসিডেন্ট ড. আবু জাফর মাহমুদ রাষ্ট্রভাষা আন্দোলনের গভীর তাৎপর্য তুলে ধরে বলেন, রাষ্ট্রভাষা আন্দোলন এখনও শেষ হয়নি। বিকেল থেকে শুররু হওয়া অনুষ্ঠানে ছিল বর্ণাঁঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আমেরিকার শতাধিক বাঙালি সংগঠন।
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টা থেকে। এর মধ্যে ছিল আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাসিডি প্যাপের প্রেসিডেন্ট ড. আবু জাফর মাহমুদ। অনুষ্ঠানাদিতে ছিল নৃত্যাঞ্জলির নৃত্য পরিবেশনা, বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নাজু আকন্দ, কৃষ্ণাতিথি, রোকসানা মির্জা, আলভীন চৌধুরীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বর্তমান এবং সাবেক কর্মকর্তা ছাড়াও কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে তুলে দেন অতিথি ও সোসাইটির কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সোসাইটির একুশের অনুষ্ঠানে প্রায় শতাধিক সংগঠন রেজিস্ট্রেশন করে এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারের পুষ্পমাল্য অর্পণ করে। সংগঠনগুলোর মধ্যে ছিলÑবাংলাদেশ সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যুক্তরাষ্ট্র শাখা, সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুক্তরাষ্ট্র, বঙ্গমাতা পরিষদ, যুক্তরাষ্ট্র শাখা, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ইন্ক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইন্ক, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, চিটাগাং অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইন্ক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইউএসএ ইন্ক, দোহার উপজেলা সমিতি ইউএসএ ইন্ক, কুইন্স বাংলাদেশ সোসাইটি ইন্ক ইউএসএ, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইন্ক, জ্যাকসন হাইটস এলাকাবাসী, বারী হোম কেয়ার, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসট নিউইয়র্ক ইন্ক, বাংলাদেশ আমেরিকান কার অ্যান্ড লিমোজিন অ্যাসোসিয়েশন ইন্ক, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্ক, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, চাটখিল সোসাইটি ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি ইউএসএ ইন্ক, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, সিলেট গণদাবি পরিষদ ইউএসএ ইন্ক, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্ক, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইন্ক, প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক, বৃহত্তর দাউদকান্দি অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সোসাইটি অব ইউএসএ ইন্ক, বগুড়া সোসাইটি ইউএসএ ইন্ক, ছাতক সমিতি ইউএসএ ইন্ক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক, ঢাকা জেলা সোসাইটি ইউএসএ ইন্ক, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইন্ক, নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, গ্রেটার বেগমগঞ্জ সোসাইটি ইউএসএ ইন্ক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, ডাউন টাউন বিজনেস অ্যাসোসিয়েশন, অভয় নগর সোসাইটি অব ইউএসএ ইন্ক, গাইবান্ধা সোসাইটি ইউএসএ ইন্ক, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইন্ক, রংপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক, বাংলা ক্লাব নিউইয়র্ক ইন্ক, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক, সাতক্ষীরা জেলা সমিতি নর্থ আমেরিকা ইন্ক, মাদারীপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক, বৃহত্তর ময়মনসিংবাসী ইউএসএ ইন্ক, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ ইন্ক, সিলেট সদর সমিতি ইউএসএ ইন্ক, ওসমানীনগর অ্যাসোসিয়েশন ইন্ক, বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্ক, সম্মিলিত বরিশাল বিভাগবাসী যুক্তরাষ্ট্র ইন্ক, যশোর সোসাইটি অব আমেরিকা ইন্ক, পাবনা সমিতি ইউএসএ ইন্ক, বরিশাল বিভাগীয় সমিতি ইউএসএ ইন্ক, বাংলাদেশ মানবাধীকার কমিশন ইউএসএ ইন্ক, বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ইন্ক, জ্যামাইকা থিয়েটার, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্ক, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, শেনবাগ সোসাইটি, বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, ভোলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইন্ক, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ, ব্রুকলিন-কুইন্স ফ্রেন্ডস সোসাইটি, সাতকানিয়া সোসাইটি ইউএসএস ও গ্রিন টাচ। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অক্ষর নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
Posted ৯:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
nykagoj.com | Monwarul Islam