শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে বাগদান সারলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভালোবাসা দিবসে বাগদান সারলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ভ্যালেন্টাইন্স ডে’তে জোডি হেডনের সঙ্গে বাগদান সারলেন তিনি। খবর বিবিসির।

ভ্যালেন্টাইন্স ডে’তে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যানবেরার বাসভবন লজে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে জোডি হেডনকে প্রপোজ করেছিলেন তিনি। ৪৫ বছর বয়সী হেডনের সঙ্গে ২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৬০ বছর বয়সী আলবানিজের দেখা হয়েছিল।

আলবানিজ প্রথম অস্ট্রেলিয়ান নেতা, দায়িত্বে থাকাকালে যার বাগদান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি সেলফি শেয়ার করে বাগদানের খবরটি প্রকাশ করেছেন আলবানিজ।
ওই ছবির ক্যাপশনে হেডনের সম্মতির ব্যাপারটি জানিয়ে তিনি লিখেছেন, ‘শি সেইড ইয়েস।’

নিজেদের বাগদানের বিষয়ে একটি যৌথ বিবৃতিতে তারা বলেছেন, এই খবরটি আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। আমাদের বাকি জীবন আমরা একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমরা অনেক ভাগ্যবান, একে অপরকে খুঁজে পেয়েছি।

এর আগে নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলবানিজ। ২৩ বছর বয়সী নাথান আলবানিজ তাদের সন্তান। ১৯ বছর সংসার করার পর ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল।

Facebook Comments Box

Posted ২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com