
রাজনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 126 বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনের সড়কের দুই পাশের ব্যারিকেড তুলে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে চলাচলের সড়ক খুলে দেওয়া হয়। তবে সড়ক ছেড়ে দেওয়ার পর আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এ এলাকায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
বিকেল সাড়ে ৪টার পর কাকরাইল নাইটিঙ্গেল মোড় ও ডলফিন মোড় থেকে ব্যারিকেড তুলে নেওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়। রাস্তা খুলে দেওয়ার পর আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জামাত ও বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেছে।
তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এ এলাকায় অবস্থানরত পুলিশ সদস্যদের মিছিলকারীদের বাধা দিতে দেখা যায়নি। অবশ্য এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিছুসংখ্যক নেতা-কর্মী স্লোগান দিতে গেলে নাইটিঙ্গেল এলাকায় পুলিশ তাদের ধাওয়া দেয়। বেলা সোয়া দুইটা থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত চারজনকে আটক করে।
নয়াপল্টন এলাকার সড়কের দুই পাশের বৈদ্যুতিক খুঁটিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
Posted ১:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Stuff Reporter