শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সাবধান

তথ্য প্রযুক্তি ডেস্ক   |   শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   445 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সাবধান

যথাযথ সোর্স যাচাই না করেই ফোনে হুটহাট অ্যাপ ডাউনলোড করেন অনেকে। ফলে ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো স্মার্টফোনে। নিরাপত্তা সূত্র বলছে, গুগলে ম্যালওয়্যার ভাইরাসের আক্রমণ বেড়েছে। ইন্টারনেটে নাটকীয় সব ফাঁদ পাতছে সাইবার চক্র।

শনাক্ত বেশ কয়েকটি অ্যাপ ফোন থেকে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। চিহ্নিত সব অ্যাপ নিজের ফোনে আছে কিনা যাচাই করে নিন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন গ্রাহককে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, চিহ্নিত সব অ্যাপে যুক্ত আছে ম্যালওয়্যার ভাইরাস; যা স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম হিসেবে গুপ্তচরবৃত্তিতে সক্রিয়। কিছু অ্যাপ গুগল প্লে-স্টোরেও দৃশ্যমান। গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও ফোনকলের তথ্য চুরি করতে সক্ষম। উল্লিখিত ম্যালিশিয়াস অ্যাপ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে গুগল সূত্রে জানা গেছে, চিহ্নিত অ্যাপ দুই বছর ধরে প্লে-স্টোরে রয়েছে।

ফলে লাখো গ্রাহক অ্যাপগুলো ইনস্টল করেছে, তা নিশ্চিত করেই বলা যায়। শনাক্ত অ্যাপের মধ্যে প্রাইভি টক, লেটস চ্যাট, কুইক চ্যাট, রাফাকাত ও মিট মি বহুল আলোচিত।

Facebook Comments Box

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com