সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অঘোষিত যুদ্ধের মাধ্যমে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   31 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অঘোষিত যুদ্ধের মাধ্যমে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমাদের দেশকে বর্তমানে আর সুন্দর ও সভ্য দেশ বলার মতো অবস্থা নেই। এই দেশের পরিচালনায় যারা রয়েছেন, তারা এতো পরিমাণ মিথ্যা কথা বলেন যা ইতিহাসে বিরল। সদ্য অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে সিংহভাগ জনগণ অংশগ্রহণ করেনি, ভোটও দেয়নি। এক অঘোষিত যুদ্ধের মাধ্যমে জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।

বুধবার (১৭ জানুয়ারি) ইনস্টিটিউশন অন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, এর চেয়ে সুন্দর নির্বাচন আর হতে পারে না। এসব দেখে পরবর্তী প্রজন্ম কী শিখবে? একদিন এসবের পতন হবে। এ সরকার ভালোভাবেই জানে, তাদের কার্যক্রম জনগণ ঘৃণা করছে। আর ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন ও প্রতিবাদী হতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মহাসচিব ইউনুস আহমেদ, জ্যেষ্ঠ আমির ফায়জুল করিম প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com