রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টেলিভিশন ও পত্রিকা পড়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়া

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেলিভিশন ও পত্রিকা পড়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টেলিভিশন ও পত্রিকা পড়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রোববার এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক ছাড়া ম্যাডামের কারো সঙ্গে কথা বলা অত্যন্ত কঠিন। তিনি টেলিভিশন দেখছেন, পত্রিকার মাধ্যমে সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন।

হাসপাতালে খালেদা জিয়ার এক মাস

শায়রুল কবির বলেন, ম্যাডাম ২০২২ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে আমি চিকিৎসকদের মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি, বাসায় আনার মতো তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। এর মধ্যে বিদেশ থেকে তিনজন চিকিৎসক তার চিকিৎসা করে গেছেন। তখন থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া। তার আগে ২০২২ সালের জুনে খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।

Facebook Comments Box

Posted ১০:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com