রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তাদের প্রতিহত করা হবে : এ আরাফাত

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তাদের প্রতিহত করা হবে : এ আরাফাত

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। স্বাধীনতাবিরোধী এ অপশক্তি আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে তাদের প্রতিহত করা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) পশ্চিম মানিকদী ও মাটিকাটা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন।

এ আরাফাত বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। সাধারণ জনগণ আগামী নির্বাচনে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন। সুতরাং কোনো প্রকার বাধা ছাড়াই সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গত তিন মাস ধরে আমি ঢাকা-১৭ আসনের সমস্যাগুলো চিহ্নিত করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন কিছু কিছু কাজ দৃশ্যমান হয়েছে। আগামী ৫ বছরে বাকি কাজগুলো সম্পন্ন করা হবে। ঢাকা-১৭ আসনে প্রচুর নৌকা মার্কার ভোটার রয়েছে। ভোটারদের আমরা ভোটকেন্দ্রে আনতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি হরতাল-অবরোধের নামে যাত্রীবাহী বাসে ও ট্রেনে অগ্নিসংযোগ করে সাধারণ জনগণকে পুড়িয়ে হত্যা করছে। ক্ষমতার লোভে তারা সাধারণ জনগণের জানমালের ওপর হামলা চালাচ্ছে। সাধারণ জনগণ বিএনপি-জামায়াতের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com