রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের মিছিল

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   74 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের মিছিল

সপ্তম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির দুই অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীসহ চারটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড টনি টাওয়ারের সামনে থেকে, শাহজাহানপুর মির্জা আব্বাসের বাসভবনের সামনে থেকে শাহাজাহানপুর আমতলা মসজিদ, হাজারীবাগ মিতালী রোড, রামপুরা খিলগাঁও লিংক রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।

এছাড়া রাজধানীর গুলশানেও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, কেন্দ্রীয় নেতা মনজুর আলম রিয়াদ, রেজওয়ানুল হক সবুজ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, মো. জুয়েল হাসান, ফারুক হোসেন, জান্নাতুল ফেরদৌস, সাহেদ হাসান, ঢাকা কলেজ ছাত্র দলের নেতা জাফর উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের রাশেদুজ্জামান তুফান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সোহেল রানা, ইব্রাহিম খলিল প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছে।

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com