সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষক লীগের উদ্যোগে খুলনা বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   53 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কৃষক লীগের উদ্যোগে খুলনা বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে খুলনা বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমীর চন্দ বলেন, শেখ হাসিনার সরকার বাংলার জনগণের ভাগ্য উন্নয়নের সরকার। যতবার বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, বাংলার কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে গেছে। কৃষি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি, কৃষকদের সহায়তা কার্ড, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান, সবকিছুই বাংলার কৃষক সমাজের জন্য শেখ হাসিনার উপহার।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত আমলে সার, সেচ বিদ্যুতের দাবিতে আন্দোলনরত কৃষকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সার বিদ্যুৎ এখন কৃষকের পেছনে ছুটে বেড়ায়। কৃষকরা আজ ফসল উৎপাদনে সফলতা পাচ্ছেন, ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। তাই বাংলার আপামর কৃষক সমাজ আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসসহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনাকে নৌকা মার্কার বিজয় উপহার দিতে উন্মুখ হয়ে আছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব উল আলম শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আজম খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম বাদশা, তথ্য ও গবেষণা সম্পাদক শামীমা সুলতানা, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক কৃষিবিদ আলহাজ্ব মো. আব্দুর রাশেদ খান, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছা. হালিমা রহমান, বেসরকারি বিষয়ক সম্পাদক মো. মিরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য প্রাণকৃষ্ণ গোস্বামী, মিসেস মাহফুজা সুলতানা রুবি, কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য দিলীপ কুমার অধিকারী, আর.কে মুক্তা প্রমুখ।

যশোর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন যশোর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।

এ সময় খুলনা বিভাগের অন্তর্ভুক্ত প্রতিটি জেলার কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com