বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিস্থিতি দেখে নির্বাচনের সিদ্ধান্ত নেব : তৈমুর আলম খন্দকার

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   55 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিস্থিতি দেখে নির্বাচনের সিদ্ধান্ত নেব : তৈমুর আলম খন্দকার

তৃণমূল বিএনপি মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য কমিশনকে আরও কাজ করতে হবে। আমরা তাদের পরিস্থিতি দেখছি যে, তারা কি পরিমাণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আমরা আগে পরিস্থিতি দেখব তারপর নির্বাচনে আসব কি না সে সিদ্ধান্ত নেব।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তৃণমূল বিএনপি মহাসচিব বলেন, আমরা ২০১৪ ও ১৮ এর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ যা জনগণের মধ্যে আস্থা আনতে পারে। নির্বাচন কমিশন আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করব। আমরা দেখব যে তারা বাস্তবিক পক্ষে জনগণকে আস্থায় আনার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা বলেছি একটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচন করার জন্য। এ নির্বাচনে জনগণ যাতে আগ্রহী হয়। জনগণ যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়। জনগণের যাতে নিরাপত্তা থাকে। পাশাপাশি সব দলের লেভেল প্লেয়িং ফিল্ড এবং সব পার্টি আস্থাবোধ করে এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

ইসির প্রতি আস্থা রয়েছে কি না জানতে চাইলে তৈমুর আলম বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় দেখেছি এই নির্বাচন এসপি করে দিয়েছে। পাশাপাশি পুলিশ কীভাবে ভোট জালিয়াতি করেছে, ভোট কেন্দ্র দখল করেছে, লেভেল প্লেয়িং ফিল্ড যে থাকে না তা শুধু আমি না অন্যান্য প্রার্থীও বলেছে। এবার আমরা দেখতে চাই যে, একই ঘটনার পুনরাবৃত্তি হয় কি না।

বৈঠক তৃণমূল বিএনপির পক্ষ থেকে তৈমুর আলম খন্দকারের পাশাপাশি দলটির সদস্য কে এ জাহাঙ্গীর মাজমাদার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com