রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইফেল টাওয়ারে আটকা অবস্থায় বিয়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   72 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইফেল টাওয়ারে আটকা অবস্থায় বিয়ের প্রস্তাব

ফ্রান্সের প্যারিস গার্ডেনে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে লিফট দিয়ে টাওয়ারের শীর্ষে যাচ্ছিলেন ওয়াশিংটন ডিসির এক জুটি আমির খান ও তার বান্ধবী ক্যাট ওয়ারেন। এছাড়া লিফটে তাদের সঙ্গে ছিলেন এপির এক সাংবাদিক। সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু টাওয়ারের শীর্ষে উঠার পরপরই হঠাৎ বন্ধ হয়ে যায় লিফটি।

সেদিন আমিরের পরিকল্পনা ছিল, ভিড় থেকে দূরে সেইন নদীর পাড়ে প্যারিস গার্ডেনে বান্ধবী ক্যাট ওয়ারেনকে বিয়ের প্রস্তাব দেবেন। এরপর তাঁরা এক রোমান্টিক নৈশভোজে যাবেন, এমন পরিকল্পনাও ছিল তাঁর। খবর এপির।

কিন্তু লিফট যখন কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে গেল, তখনই আমিরের মাথায় বুদ্ধি এল, এখনই সেই মোক্ষম সময়।

আমির যুক্তরাষ্ট্রের কানেটিকাট থেকে যাওয়া এপির সাংবাদিককে বলেন, ‘আমার মনে হচ্ছে, এখানে আমাদের অনেকক্ষণ আটকা পড়ে থাকতে হতে পারে। আর নৈশভোজটি ভেস্তে যাক, সেটা আমি চাইনি। ক্যাট সব সময় আইফেল টাওয়ারের ওপরে বা নিচে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হোক, সেটা চেয়েছিল। তাই আমি ভেবেছিলাম, “এটাই হলো সেই মুহূর্ত”।’

জবাব কী এল? জানতে চাইলে আমির বললেন, অবশ্যই ‘হ্যাঁ’।

ক্যাট হাসতে হাসতে বলেন, ‘আমির আমাকে দিয়ে “হ্যাঁ” বলিয়ে নেওয়ার ভালো সুযোগ পেয়েছিল। কেউ যখন ১ হাজার ৮৩ ফুট উঁচুতে আটকা পড়ে, তখন একজন কীভাবে “না” বলবে।

ক্যাট মজা করে বলেন, ‘আজ যা হয়েছে, তা শোনার পর আজ আবারও হয়তো কেউ আইফেল টাওয়ারে চড়ার চেষ্টা করবে।’

প্যারিস ল্যান্ডমার্কের যোগাযোগ পরিচালক অ্যালিস বিউনার্দিও বলেন, যার কারণে লিফট আটকে পড়েছিল, সেই আরোহণকারীকে আইফেল টাওয়ারে দ্বিতীয় ও তৃতীয় তলার মাঝামাঝি পাওয়া গেছে। দমকল বাহিনীর বিশেষ একটি দল ওই ব্যক্তিকে পরে নামিয়ে আনে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com