শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুইফটকে হত্যা করতে হবে: রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুইফটকে হত্যা করতে হবে: রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যাংকার

আন্তর্জাতিক লেনদেনের কাজে বহুল ব্যবহৃত অর্থনৈতিক মেসেজিং সিস্টেম- সুইফটকে সম্পূর্ণ পরিহার করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একজন শীর্ষস্থানীয় ব্যাংকার। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবি’র প্রধান নির্বাহী আন্দ্রে কস্তিন এ আহ্বান জানিয়েছেন।

কস্তিন বেশ কিছুদিন ধরে রাশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের দাবি জানিয়েছে আসছিলেন। তিনি শুক্রবার রাশিয়ার সোচি শহরে একটি আন্তর্জাতিক ব্যাংকিং ফোরামে বক্তব্যে এ কথা বলেন। খবর পার্স টুডের

কস্তিন বলেন, ‘আমাদের লেনদেন ব্যবস্থায় সুইফটকে হত্যা করতে হবে। বিষয়টি খুবই সোজা। তবে সেজন্য রাশিয়া ও তার মিত্র দেশগুলোকে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে।’

রাশিয়ার এই শীর্ষস্থানীয় ব্যাংকার বলেন, চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি আরব ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে এরইমধ্যে বেশিরভাগ লেনদেন রুবলেই সম্পন্ন হয়েছে। কস্তিনের মতে, ধীরে ধীরে এই প্রক্রিয়ায় আরও বেশি দেশ যুক্ত হতে থাকবে।

তিনি বলেন, ’এসব দেশ একথা বুঝতে পারবে যে, তারা পশ্চিমাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ডলার ও ইউরো ব্যবহারের পরবর্তী লক্ষ্য হতে পারে।’

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com