বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন ভিসা নীতিতে আ. লীগের মাথা খারাপ হয়ে গেছে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   86 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন ভিসা নীতিতে আ. লীগের মাথা খারাপ হয়ে গেছে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনি অবিলম্বে পদত্যাগ করুন। কোনো তালবাহানা করবেন না। এ দেশের মানুষ আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। আর এক মার্কিন ভিসা নীতিতেই মাথা খারাপ হয়ে গেছে।’

সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘তারা এতো চুরি করেছে, এতো লুটপাট করেছে যা নজিরবিহীন। শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, এ সরকারকে সহযোগিতা দিতে গিয়ে প্রশাসনের কিছু কিছু লোকও চুরি-লুটপাটের সঙ্গে জড়িয়েছে। এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে! এটা আমার কথা নয়, নদী কমিশনারের কথা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ জাতি চরম ক্রান্তিলগ্নে পৌঁছেছে। আর এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্যে দিয়ে তাদের (সরকার) পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই শপথ আজ আমাদের নিতে হবে। আর এখন একটাই লক্ষ্যে, কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’

সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের রাজনীতিকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার না। এ সরকার শুধু মাত্র রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, জোর করে দুই-দুইবার প্রহসন ও তামাশার নির্বাচন করে ক্ষমতায় বসেছে। আবার তারা সব আটঘাট বেধে ২০২৪ সালে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তাকে সরকার ভয় পায়। কিন্তু তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার। তিনি তো রাজনীতি করার জন্য মুক্তি চাচ্ছেন না। সরকার ভুল করেছে, খালেদা জিয়ার সুচিকিৎসা না হলে আপনারা পালানোর পথও খুঁজে পারেন না। খোদা না করুক, তার কিছু হলে কারও কোনো আদেশের প্রয়োজন হবে না। তাৎক্ষণিক আমরা রাজপথে নেমে পরব।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com