
রাজনীতি ডেস্ক | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 92 বার পঠিত | পড়ুন মিনিটে
শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেছেন, এ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে দেশে দুঃশাসনের মাত্রা বাড়বে। তাই অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমাবেশে নেতারা এসব কথা বলেন।
জোট ও বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এবারও নির্বাচন কমিশন, আমলাসহ নানা মহলকে ব্যবহার করে সরকারের ক্ষমতায় থাকার অপচেষ্টা জনগণ রুখে দেবে।’ দেশে দুঃশাসন চলছে উল্লেখ করে বজলুর রশীদ ফিরোজ বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে কালো টাকা, সাম্প্রদায়িকতা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন চাই।
সমাবেশ থেকে জোটের উদ্যোগে ১৫-৩০ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন থানা ও সারাদেশের উপজেলায় সমাবেশ, আগামী ৫ অক্টোবর ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান, ৮-১৫ অক্টোবর জেলা ও বিভাগীয় শহরে পদযাত্রা এবং সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
Posted ১২:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Stuff Reporter