
রাজনীতি ডেস্ক | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 152 বার পঠিত | পড়ুন মিনিটে
দলের নেতাকর্মীর মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের অনুমতি চেয়ে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এ সমাবেশ হবে; চিঠিতে তা উল্লেখ করা হয়নি। সমাবেশ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, বিএনপি নেতাকর্মীর মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে একটি মামলায় কারাগারে নেওয়া হয়েছে। দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, তানভির আহমেদ রবিন ছাড়াও দলের অনেক নেতাকর্মী আটক হয়েছেন। এর প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Stuff Reporter