রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগের চেয়ে সুস্থ খন্দকার মোশাররফ

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   140 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগের চেয়ে সুস্থ খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন।

বৃহস্পতিবার খন্দকার মোশাররফের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ তথ্য জানান।

আজ সকালে সিঙ্গাপুরে তোলা খন্দকার মোশাররফের একটি ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেন। ছবির ক্যাপশনে খন্দকার মারুফ লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ।

ওই পোস্টে তিনি আরও লিখেন, ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

এর আগে গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com