রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী গিয়ে ইমন-পূজা বললেন, আমরা সৌন্দর্যের বার্তা নিয়ে এসেছি

লাইফস্টাইল ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহী গিয়ে ইমন-পূজা বললেন, আমরা সৌন্দর্যের বার্তা নিয়ে এসেছি

বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর হিসেবে বিবেচিত হয় রাজশাহী শহর। এই সুন্দর শহরেই এবার সৌন্দর্য ছড়ানোর উদ্দেশ্য নিয়ে ছুটে গেলেন চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক ইমন। গিয়েই বললেন, আমরা তো সন্দর শহরের নারীদের মাঝে সৌন্দর্যের নতুন বার্তা নিয়ে হাজির হয়েছি।

তা কি সেই সুন্দরের বার্তা। যা নিয়ে ইমন-পূজা সিল্কসিটিতে ছুটে গেলেন! জানা গেল, রাজশাহীর বোয়ালয়িায় চালু হয়েছে দেশের নাম্বার নাম্বার ওয়ান অথনেটকি কসমটেকিস স্টোর ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলট। আর এটি উদ্বোধন করতেই পূজা-ইমন হাজির হয়েছেন এই অঞ্চলে।

প্রতিষ্ঠানটির এক্সকিউিটভি ডিরেক্টর হিসেবে আছেন ইমন। আর হারল্যান স্টোররে ব্র্যান্ড অ্যাম্বাসডের ও জনপ্রয়ি চত্রিনায়কিা পূজা চেরি। তাই তাদের হাত ধরেই বিভাগটির বোয়ালিয়ার মনিচত্তরের সিটি সেন্টারে জাকজমকভাবে যাত্রা করল হারল্যান স্টোর।

এ সময় পূজা চেরি বলেন, ‘আমরা জানি দেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী। আমরা সেই সুন্দর শহরেই সুন্দরের নতুন কিছু নিয়ে হাজির হলাম। এখন থেকে সৌন্দর্য চর্চার সব পণ্যই রাজশাহীর মানুষরা পাবেন।’

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থতি ছলিনে হারল্যান স্টোররে বভিন্নি র্পযায়রে র্কমর্কতাবৃন্দ।

এ সময় হারল্যানের এক্সকিউিটভি ডিরেক্টর ইমন বলেন, আমার অন্যতম ভালোবাসার শহর রাজশাহী। সেই রাজশাহীতে প্রিয় প্রতিষ্ঠানের পণ্য পৌছে দিতে পেরে সত্যিই ভালো লাগছে। রাজশাহী সুন্দর শহর। সেই সুন্দরের সঙ্গেই এবার হারল্যান স্টোরও যাত্রা করল এখানে।

Facebook Comments Box

Posted ৪:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com