শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন বিমুখদেরও ভেড়াচ্ছেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   47 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাইডেন বিমুখদেরও ভেড়াচ্ছেন কমলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গর্ভপাত ইস্যুতে বড় ধরনের জনসমর্থন আদায়ে সক্ষম হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বিষয়টিতে কমলার অবস্থান অনেকটাই সাবলীল ও স্পষ্ট। ২০২০ সালের চেয়ে ২০২৪ সালে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে যেসব ভোটার বৈধ গর্ভপাত চান, তাদের সমর্থন হারিয়েছেন বাইডেন। এদিক থেকে কমলা হ্যারিস এ ধরনের ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন।

গতকাল মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গর্ভপাত ইস্যুটিতে উপেক্ষা করে গেছেন। আর বাইডেন এটাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারেননি। ডেমোক্রেটিক ভোট জরিপবিদ আনা গ্রিনবার্গ বলেন, হ্যারিস বেশ খোলাখুলিভাবে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন, বাইডেন এটা পারেননি।

সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, গর্ভপাতের বৈধতা চান– এমন বিপুল সংখ্যক ভোটার বাইডেনের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা বাইডেনকে ভোট দেবেন না। এই ভোটারদের আকৃষ্ট করতে সমর্থ হয়েছেন হ্যারিস। এক বুথফেরত জরিপে দেখা গেছে, এর আগে ২০২০ সালের নির্বাচনে গর্ভপাতের বৈধতা দাবিকারী ভোটারদের তিন-চতুর্থাংশ বাইডেনকে সমর্থন করেছিলেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সিনেটর জেডি ভ্যান্সকে মনোনয়ন দিলেও কমলা হ্যারিস কাকে সঙ্গী করবেন, তা নিয়ে জল্পনা কাটছে না। গতকাল মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে সম্ভাব্য কয়েকজনের কথা তুলে ধরা হয়। তাদের মধ্যে আছেন আরিজোনার সিনেটর মার্ক কেলি। এটি একটি দোদুল্যমান অঙ্গরাজ্য, যেখানে ভোটারদের মত পরিবর্তন হতে দেখা যায়। চার বছর আগে এ রাজ্যটিতে জয় বাইডেনকে প্রেসিডেন্ট হতে সহায়তা করেছিল। অঙ্গরাজ্যটিতে ইলেক্ট্রোরাল ভোট ১১টি।

এ তালিকায় আছেন আরেকটি দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়া। এর গভর্নর জোস শ্যাপিরোর রাজনৈতিক গ্রহযোগ্যতা বেশ। ২০২২ সালে তিনি রেকর্ড ভোট পেয়ে গভর্নর নির্বাচিত হন। ফক্স নিউজের এক জরিপে দেখা গেছে, পেনসিলভানিয়ার ৬১ শতাংশ ভোটার তাঁকে পছন্দ করেন। এ অঙ্গরাজ্যের ইলেক্ট্রোরাল ভোট ১৯টি।
কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন এমন তালিকায় আরও আছেন– মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। ট্রাম্প ওই অঙ্গরাজ্যটিতে জয়ের অঙ্গীকার করেছেন। চলতি সপ্তাহে তিনি সেখানে প্রচারণাও চালিয়েছেন। এ কারণে নভেম্বরের ভোটে ওয়ালজকে প্রয়োজন হতে পারে হ্যারিসের।

Facebook Comments Box

Posted ৩:০০ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com