শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৭ জানুয়ারি আওয়ামী লীগের মরণ ঘণ্টা বাজবে : রেজা কিবরিয়া

রাজনীতি ডেস্ক   |   শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   103 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭ জানুয়ারি আওয়ামী লীগের মরণ ঘণ্টা বাজবে : রেজা কিবরিয়া

গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, একটা কথা আছে, যখন তোমার শত্রু কোনো কাজ করতে যাচ্ছে, তাতে বাধা দিও না। যেহেতু ৭ জানুয়ারি নির্বাচনে ভোটার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেহেতু সেদিন মূলত আওয়ামী লীগের মরণ ঘণ্টা বাজবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগের কান্নার দিন আসছে। গ্রামে গ্রামে আওয়ামী লীগের লোকদের পানিতে চুবানো হবে। নির্বাচনটা যেহেতু শীতকালে, তারা ভালোই কষ্ট পাবে। এ দেশে আইনের শাসন যেদিন ফেরত আসবে, সেদিন শুধু জেল না, তাদের ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে।

তিনি বলেন, আজ দেখলাম আওয়ামী লীগ আমেরিকা নিয়ে চিন্তিত। কারণ সবাইকে ঘুষ দেওয়া গেলেও আমেরিকাকে ঘুষ দেওয়া অত সহজ না। আমেরিকা ঘুষ দেওয়া বা চোরদের সম্মান করে না। আওয়ামী লীগ এ দেশের শাসন ব্যবস্থা ধ্বংস করে বাইরের দেশে সুন্দরভাবে থাকতে চায়। কিন্তু তারা সেটা পারবে না, কারণ সেসব দেশে আইনের শাসন আছে। চুরি করা টাকা দিয়ে ভালোভাবে থাকা যাবে না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশারাফ আলী আকন্দ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com