আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো ব্রংকসবাসী। মহান ২১ ফেব্রুয়ারী পালনে সম্মিলিত ব্রঙ্কস বাসী গত ২০ শে ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় আলআকসা পার্টি হলে উদযাপন কমিটির আহবায়ক মাহবুব আলমের সভাপত্বিতে সদস্য সচিব এ ইসলাম মামুন ও রেজা আবদুল্লাহর পরিচালননায় কোরআন তেলাওয়াত এ দোয়া করেন জহিরুল হক। গিতা পাঠ করেন সুধাংশু কুমার মন্ডল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মাহবুব আলম,মূলধারার রাজনীতিবিদ ব্রঙ্কস বরো ফেসিডেনট এর চিফ অব স্টাপ মিলিসেন্ট মাটোস.কাউন্সিল উমেন আমান্ডা ফারিয়া, এলএলএম চেয়ারম্যান কমিউনিটি বোর্ড-9 (ব্রঙ্কস) মাষ্টার অব ল মোহাম্মদ এন মজুমদার. কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ আহমেদ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আবু কায়ছার চিস্তি,ইব্রাহীম বরো ভূইয়া,খলিলুর রহমান ,ডঃ সাহাজাদি পারভিন.ফরিদা ইয়াসমিন, মেহের চৌধুরী, মাকসুদা আহমেদ,কামরুন নাহার খানম রীতা,ইনজিনিনিয়ার আব্দুল খালেক, ইমরান রন শাহ, মুকিত চৌধুরী,নটু, লিটন, তুষার পিক, জামাল উদ্দিন আহমেদ, খবির উদ্দিন ভূইয়া,মাসুদ রহমান,নাজমুল ইসলাম,সাইদুর রহমান লিঙ্কন ,আক্তারুজামান হেপি,মোঃ ইমরান আলী টিপু,মসনুর রহমান,মেহের চৌধুরী,…. কবিতা আবৃতি করেন কবি আবুতাহের চৌধুরী,মায়া এঞ্জেলিনা.সঙ্গিত পরিচালনা করেন.তানভীর শাহিন,শারমিন তানিয়া,শারমিন আক্তার, ও শুভ ,অনুষ্টানে উপস্তিত ছিলেন শেখ জামাল হোসেন,আমিনুল হক চুন্নু, মোঃ সানা উল্লাহ।্যামল কান্তি চন্দ,আনোয়ারুল আলম ভূইয়া,শাহ্জাহান শফীক, মোহাম্মদ মাসুদ বেগ,মাহবুবর রহমান চৌধুরী, আফরিনা জিমি,ফারজানা ইয়াসমিন,প্রমুখ। অনুষ্টানে ছিল একুশের আলোচনা ও স্মৃতিচারণ শিশুকিশরদের জন্য প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান বাংলা বর্ণমালা চৃতাঅংক্ষন কবিতা আবৃতি সাংকৃতিক অনুষ্ঠান নিত্য গান ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুস্প অরপনের শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।