সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাওয়ার কাপল অব দ্যা ইয়ারে ভূষিত হলেন শাহ নেওয়াজ দম্পতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   149 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাওয়ার কাপল অব দ্যা ইয়ারে ভূষিত হলেন শাহ নেওয়াজ দম্পতি

পিনাকল ম্যান অফ এক্সিলেন্স অ্যায়ার্ড পেলেন আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ। একই অনুষ্ঠানে ২০২৪ সালের পাওয়ার কাপল অব দ্যা ইয়ারে ভ‚ষিত হলেন শাহ নেওয়াজ দম্পতি। বড় দিনের বিশেষ উদযাপন উপলক্ষ্যে দ্য রেড পইনসেটিয়া চ্যারিটিবল ফাউন্ডেশন ইনকের সম্মিলনে এ ঘোষণা দেয়া হয়। গত ১ ডিসেম্বর লং আইল্যান্ডের লিওনার্ডস পলাযোতে জমকালো ১৭তম এ আয়োজন ছিল অত্যন্ত সফল। এতে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, লায়ন রানো নেওয়াজ, ফাস্ট ভাইস ডিসস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী টুটুল, ইভেন্ট ডিরেক্টর লায়ন মুনমুন হাছিনা বারী, লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব, ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান, কেবিনেট সেক্রেটারি লায়ন কাজী হোসেন নয়ন, সাবেক সাধারন সম্পাদক হাসান জিলানী, ব্রঙ্কস লায়ন ক্লাবের সভাপতি ও জোন চেয়ার লায়ন সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি লায়ন আনিসুল ইসলাম, ক্লাবের ট্রেজারার এ এফই এমডি রকি, লায়ন আলমগীর খান আলম, ডাইরেক্টর লায়ন নুরুল আজিম, ডাইরেক্টর লায়ন এনামুল হক, সিনিয়র সাংবাদিক লায়ন মনোয়ারুল ইসলাম, লায়ন অনিক রাজ, লায়ন সিজার, লায়ন রুহুল আমিন, লায়ন রুহুল আমিন, লায়ন জাহাঙ্গির আলম জয়, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন মাসুদ রানা তপন, লায়ন মঈন উদ্দীন পিন্টু, ডাইরেক্টর আবদুর রশিদ বাবু, বর্তমান সহসভাপতি লায়ন মশিউর রহমান, লায়ন রেদওয়ানুল হক, লায়ন আবু বকর সিদ্দিক, লায়ন আফরোজা ইসলাম,  লায়ন বেলাল আহমেদ, ইমিডিয়েট পিডিজি রেমন স্মিথ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নিনা স্মিথ, পিডিজি মেদাদি সি, পিডিজি আমাদু সি।

 

Facebook Comments Box

Posted ৮:২০ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com