রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাইথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন’র (সারা) আহবায়ক বাবু ও সদস্য সচিব বেলাল ।

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   116 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাইথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন’র (সারা)  আহবায়ক বাবু  ও সদস্য সচিব  বেলাল ।
সাইথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন’র (সারা) গঠিত। নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে সারওয়ার খানবাবু ও বেলাল হোসেন।
সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটরস এসোসিয়েশন (সারা) এর সভা ১৮৯—১০ হিলসাইড এভিনিউ, হলিস, নিউইয়র্ক এ মেহের খান জাদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হোস্ট এবং আহ্বায়ক সারওয়ার খান বাবু সারা এর সকল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন এবং সমিতির সদস্যদের কাছ থেকে মতামত এবং পরামর্শ চান।  সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন ও প্রধান সমন্বয়কারী জসিম চৌধুরী সমিতির সংক্ষিপ্ত পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। প্রধানঅতিথি অ্যাটর্নি ওসমান মালিক আমাদের সম্প্রদায়ের এতিম ও অভাবী লোকদের খাবার বিতরণের পরামর্শ দেন। বিশেষঅতিথি মোহাম্মদ কামাল ব্রোকার/ওনার হোম সেন্ট্রাল ক্যাপিটাল সম্ভাবনা এবং গুণগতমানের বৃদ্ধির উপর জোর দেন এবং বিশেষ অতিথি মোঃ আবু সাঈদ চৌধুরী,এক্সিকিউটিভ ভিপি মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংকার্স উল্লেখ করেন যে কীভাবে রিয়েলটর এবং মর্টগেজ ব্রোকারদের সাথে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ।
যে সকল রিয়েলটর এবং অতিথিবৃন্দ সভায়উ পস্থিত ছিলেন তারা হলেন — হাবিবুররহমান (হাবিব), আসিফ চৌধুরী, শামীমআহমেদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ করিম, অধ্যাপক: মোহাম্মদ মারুফ মিয়া, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ মাসুদ প্রামানিক, জাফর সাদিক, নুরুজ্জামান সরদার, গোলাম হাসান, শামীম নাসের, মোহাম্মদ হালিম, রতন চক্রবর্তী, মোহাম্মদ মুকলেস রহমান, মোহাম্মদ রশিদ, ফেরদৌস কয়েস, আদান ইসলাম, নাসরিন সুলতানা, সাবিনা চৌধুরী, জাকিয়া সুলতানা, সালাউদ্দিন খান তুহিন, মোঃকবির, হাবিব মোহাম্মদ এ,  মির্জা মোহাম্মদ হোসেন, এইচএম ইকবাল, মাসুদ সিরাজী, শাদমান জামান,এম.এইচ. আজাদ। (প্রেসরিলিজ)
Facebook Comments Box

Posted ২:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com