বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কাঁটা শুকিয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু ফুল শুকিয়ে যায়’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   85 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘কাঁটা শুকিয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু ফুল শুকিয়ে যায়’

প্রেম শাশ্বত। নর-নারীর মাঝে প্রেম আসে, জন্ম দেয় নানা কিংবদন্তির। কবিতা, সাহিত্য বা চলচ্চিত্রে আমরা প্রেমের নানা গল্প দেখতে পাই। বলিউডের অনেক সিনেমায় ব্যবহূত প্রেমিক-প্রেমিকার মুখের কত বুলি যে বাস্তবের প্রেমিক-প্রেমিকা সঠিক প্রয়োগ করে প্রিয়জনের হৃদয় জিতে নিয়েছেন, তা বলা মুশকিল। ‘মুঘল-ই-আজম’ থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’সহ আরও অনেক ছবির রোমান্টিক সংলাপগুলো এখনও চিরসবুজ। ভালেবাসা দিবস উপলক্ষে রোমান্টিক সেই সংলাপগুলো পাঠকের সামনে তুলে ধরা হলো

মুঘল-ই-আজম

ভারতীয় সিনেমার ইতিহাসের মাইলফলক হিসেবে বলা হয় ‘মুঘল-ই-আজম’ ছবিকে। মুঘল-ই-আজম মোগল সম্রাট সেলিম আর আনারকলির ব্যর্থ প্রেমের উপাখ্যান। প্রেমের জন্য পুত্র সেলিম বাবা সম্রাট আকবরের বিরুদ্ধে ঘোষণা করেছিলেন যুদ্ধ। সেলিম চরিত্রে অভিনয় করেন ট্র্যাজেডি কিংখ্যাত দিলীপ কুমার, আনারকলি চরিত্রে মধুবালা। আনারকলি তাঁর প্রিয় সেলিমকে একটি ফুলের কাঁটা উপহার দিয়ে বললেন, ‘এটাই নিয়তি, কাঁটা শুকিয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু ফুল শুকিয়ে যায়, কাঁটা ধরে থাকে।’

মহব্বতেন

বলিউডের ইতিহাসে মহব্বতেন সর্বকালের অন্যতম একটি প্রেমের সিনেমা। এই সিনেমার রয়েছে দারুণ সংলাপ। তার মধ্যে অন্যতম হলো- ‘ভালোবাসাও জীবনের মতোই। সব মুহূর্ত সহজ হয় না, সব পরতে সুখ মেলে না। আমরা যদি জীবনের সঙ্গ না ছাড়ি তবে ভালোবাসার সঙ্গ কেন ছাড়ব।’

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

রাজ-সিমরান [শাহরুখ-কাজল] জুটির এই প্রেমকাহিনি মুক্তির পর বলিউডের বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়। এই সিনেমায় রাজ যখন সিমরানকে বলে, ‘আমার এমনই একজন প্রয়োজন, যাকে দেখতেই মনের সব আকাঙ্ক্ষা, সব রং, সব স্বপ্ন জীবন্ত হয়ে ওঠে। এখনও তা হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে মেঘের আড়াল থেকে কোনো একজনের চেহারা উঁকি দিচ্ছে। জানি না কখন সে মেঘ সরিয়ে দেখা দেবে।’

হাম দিল দে চুকে সনম

সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অজয় দেবগনের এই সিনেমায় রয়েছে দারুণ গল্প আর সংলাপ। এই সিনেমার অন্যতম এক সংলাপ-পরের সাত জনম ধরে তুমি বনরাজেরই থাকবে, কিন্তু আট নম্বর জনমে তুমি আমার হবে। তখন কোনো বনরাজ থাকা যাবে না, প্লিজ। আর নন্দু তুমি আমায় এভাবে দেখো না- কারণ, তুমি আবার আমার প্রেমে পড়ে যাবে…।

বীর-জারা

শাহরুখ খান আর প্রীতি জিনতা ও রানী মুখার্জি অভিনীত এই সিনেমায় যখন বীর জারা থেকে আলাদা হন, তখন তিনি অকপটে তার প্রতি তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং বলেছিলেন, ‘আমি জানি না ভালোবাসা কী জিনিস… হ্যাঁ, জারার জন্য অন্তর থেকে দোয়া করি যে, তার চোখে কখনও অশ্রু না আসুক। সে সব সময় সুখী থাকুক। এখন এটা যদি ভালোবাসা হয়, তবে ভালোবাসাই হোক।’

সিলসিলা

যশ চোপড়ার সিলসিলায় অমিতাভ এবং রেখার মধ্যে গোপন সম্পর্ক তীব্র আবেগে প্রেমের প্রতিধ্বনিত করে এবং এর মতো কিছু কালজয়ী সংলাপ তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘আমি ও আমার একাকিত্ব প্রায়ই কথা বলি, তুমি থাকলে কী হতো, তুমি এটা বলতে, তুমি সেটা করতে। তুমি এ কথায় চিন্তায় পড়তে, তুমি ওই কথায় কতটা হাসতে, তুমি থাকলে এমন হতো, তুমি থাকলে কেমন হতো!’

ফানা

আমির খান ও কাজল অভিনীত ‘ফানা’ সিনেমায় রয়েছে দারুণ সব সংলাপ। এগুলোর মধ্যে অন্যতম- ‘আমায় ছেড়ে কীভাবে যাবে… মন থেকে আমায় বের করবে কী করে। আমি সেই সুগন্ধী, যা নিঃশ্বাসে বেঁচে আছে। নিজের নিঃশ্বাস বন্ধ করবে কী করে।’

Facebook Comments Box

Posted ২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com