শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুইটারে দৈনিক লোকসান ৪ মিলিয়ন ডলার, কর্মীছাঁটাই ছাড়া উপায় নেই

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   343 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টুইটারে দৈনিক লোকসান ৪ মিলিয়ন ডলার, কর্মীছাঁটাই ছাড়া উপায় নেই

মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন মালিক এলন মাস্ক কোম্পানির প্রায় অর্ধেক কর্মীর চাকরিচ্যুত করা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘কোনো উপায় ছিল না। টুইটার দৈনিক চার মিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান গুনছে।’

নিজে টুইট করে এলন মাস্ক বলেছেন, ‘কাজ হারানো কর্মীদের বাড়তি তিন মাসের বেতন দেওয়া হবে। আইনে যা বলা আছে, এটি তার চেয়েও দিগুণ।’ তবে গত পরশু বৃহস্পতিবার টুইটারের কর্মীরা যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ করেছেন, টুইটার কর্তৃপক্ষ ফেডারেল আইন ভেঙে ৬০ দিনের নোটিস না দিয়েই বড় ধরনের কর্মীছাঁটাই করতে যাচ্ছে।

শুক্রবার টুইটে মাস্ক বলেন, ‘বাধ্যতামূলক চাকরিচ্যুতির বিষয়টি আসলে দুর্ভাগ্যজনকভাবে এছাড়া কোনো উপায় নেই, যখন কোম্পানি প্রতিদিন চার মিলিয়ন ডলারের বেশি লোকসান গুনছে।’

কোম্পানিজুড়ে অন্তত ৫০ শতাংশ কর্মীর চাকরি চলে যাচ্ছে বলে টুইটে জানিয়েছেন টুইটারের সেফটি ও ইন্টেগ্রিটি প্রধান ইওয়েল রোথ। তিনি আরও জানান, দুই হাজারের বেশি কর্মী রয়েছেন যারা ‘ফ্রন্ট-লাইন রিভিউ’ করেন, তাদের কারও চাকরি যায়নি। তবে এলন মাস্কও এর আগেই বলেছিলেন, সামাজিক মাধ্যম জায়ান্টের কন্টেন্ট মডারেশন নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিতে প্রধান কার্যালয় টুইটারের। শুধু অঙ্গরাজ্যটিতেই ৯৮৩ জনের চাকরি চলে যাচ্ছে। সান ফ্রান্সিসকোতে

চার মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ৪১ কোটি টাকার বেশি দিনেই লোকসান হয়ে থাকলে কেন কোম্পানিটি কিনেছেন এমন প্রশ্নও তুলছেন অনেকে। তবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী মাস্কের নিশ্চয় এ নিয়ে অভিনব কোনো পরিকল্পনা রয়েছে। নানা ঝইঝক্কির পর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছেন। মালিকানা গ্রহণ করেই সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষস্থানীয় তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন এলন মাস্ক। টুইটারের দায়িত্ব নিয়ে প্রথমেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানান। সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com