শুক্রবার ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘বিসিবি নির্বাচন ঘিরে যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়’

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বিসিবি নির্বাচন ঘিরে যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়’

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়লেও এরই মধ্যে বিতর্কও শুরু হয়েছে।

ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিমের কাউন্সিলরশিপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। তবে কানাডাপ্রবাসী হালিম শাহ দাবি করেছেন, তার নাম ব্যবহার করে ভুয়া আপত্তিপত্র জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না, বিসিবিতেও যাইনি। যদি আমি আবেদন করতাম, পুরো নাম লিখতাম।’

এ বিষয়ে তামিম ইকবাল জানান, ‘আমি তিনটি ক্লাব চালাই। একটি ক্লাবের সহসভাপতি। ওল্ড ডিওএইচএস থেকে মিটিং করে নাম দেওয়া হয়েছে।’

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মুমিনুল হক, রুবেল হোসেন, শামসুর রহমান, এনামুল হক ও সৌম্য সরকার ফেসবুকে একই পোস্ট দিয়েছেন। তাতে তারা লিখেছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

Facebook Comments Box

Posted ১:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com