শুক্রবার ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার পথে জামালরা

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার পথে জামালরা

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় আটকে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার ফিরছেন তারা। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে আজই ঢাকায় পৌঁছাবেন জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

বুধবার থেকে সচল হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান বাংলাদেশ দল। এরপর বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। বিকেলের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে খেলোয়াড় ও সাংবাদিকদের।

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাফুফে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আটকে পড়া জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে বিমান বাহিনীর বিশেষ বিমান পাঠিয়েছে সরকার।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় আটকে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার ফিরছেন তারা। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে আজই ঢাকায় পৌঁছাবেন জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

বুধবার থেকে সচল হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান বাংলাদেশ দল। এরপর বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। বিকেলের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে খেলোয়াড় ও সাংবাদিকদের।

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাফুফে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আটকে পড়া জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে বিমান বাহিনীর বিশেষ বিমান পাঠিয়েছে সরকার।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com