খেলা ডেস্ক | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত | পড়ুন মিনিটে
ফুটবল বিশ্বে পৃথিবীর ‘নরক’ নামে পরিচিত বলিভিয়ার স্টেডিয়াম স্তাডিও মনুমেন্টাল এল এলতো। অনেকে লা পাজ নামে চেনেন। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচুতে এই স্টেডিয়াম। এই মাঠ প্রতিপক্ষের জন্য সবসময়ই আতঙ্কের। ওই নরকে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল।
বল দখলে ৫৮ শতাংশ এগিয়ে থেকেও পুরো ম্যাচে মাত্র তিনটি শট নিতে পেরেছে ব্রাজিল। বিপরীতে বলিভিয়া টার্গেটে শট নিয়েছে ১০টি। তবে হতাশাজনক এই পারফরম্যান্সের পরও কোচ আনচেলত্তি জানিয়েছেন, তার দল সঠিক পথেই এগোচ্ছে। ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপে ভালো করবে। আমি দল এবং খেলোয়াড়দের প্রতি সম্পূর্ণ আস্থাশীল।’
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বক্সের ভেতর ব্রুনো গিমারেসের ফাউলে প্রথমে রেফারি খেলা চালিয়ে যেতে বললেও ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলানো হয়। স্পট কিক থেকে গোল করেন বলিভিয়ার মিগুয়েল তেরকোরেস। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছেন আনচেলত্তি। তার ভাষায়, ‘এসব সিদ্ধান্ত অবশ্যই আরও উন্নত করা সম্ভব।’
বাছাই শেষে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছে ব্রাজিল। শীর্ষে আছে আর্জেন্টিনা, এরপর উরুগুয়ে ও কলম্বিয়া। তবু নির্ভার ব্রাজিল কোচের বক্তব্য, ‘আমরা বিশ্বকাপে সফল হবো, তার জন্য লড়াই করবো।’
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
nykagoj.com | Stuff Reporter