শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ার্টারে উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিয়াস

খেলা ডেস্ক   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   79 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোয়ার্টারে উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিয়াস

কষ্টে কোপা আমেরিকার গ্রুপ পর্ব পার করেছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে লিড নিয়েও ১-১ গোলের সমতায় রানার্স আপ হয়ে শেষ আটে গেছে সেলেকাওরা। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে দরিভাল জুনিয়রের দল খেলবে উরুগুয়ের বিপক্ষে।

ওই ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের আক্রমণের বড় ভরসা ভিনিসিয়াস জুনিয়র। কার্ড জটিলতায় পড়েছেন তিনি। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচে তাকে বেঞ্চে বসে থাকতে হবে। ভিনিকে ছাড়া ব্রাজিল আবারও পা হড়কালে কোয়ার্টারেই শেষ হবে তার কোপা যাত্রা। সঙ্গে ধাক্কা লাগবে ব্যালন ডি’অর স্বপ্নে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। কলম্বিয়ার বিপক্ষে ছোট ব্যবধানে হারলেও যেহেতু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়া নিয়ে শঙ্কা ছিল না, ভিনিকে তাই বিশ্রাম দেওয়ার সম্ভাবনা ছিল। তবে কোচ ওই পথে হাঁটেননি।

শুরুর একাদশে রাখেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াসকে। মাথার ওপর কার্ডের খড়গ আছে জেনেও তিনি যেন তোয়াক্কা করেননি কিছুর। যে কারণে ম্যাচের প্রথম হলুদ কার্ডটাই দেখেন ব্রাজিলের নাম্বার সেভেন। ম্যাচের ৭ মিনিটে তাকে কার্ড দেখান রেফারি। কোয়ার্টারে তাই খেলা হবে না ভিনির।

Facebook Comments Box

Posted ৫:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com