
আন্তর্জাতিক ডেস্ক | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 59 বার পঠিত
ভারতের আসামের এক ব্যক্তি নতুন স্কুটার কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। কারণ এ স্কুটারের মূল্য পরিশোধ করা হয়েছে পয়সায়। পাঁচ-ছয় বছর ধরে তিনি ১, ২, ৫ ও ১০ রুপির পয়সা জমিয়ে গত মঙ্গলবার স্কুটারটি কেনেন।
রাজধানী গুয়াহাটি শহরের বোরাগাঁও এলাকার বাসিন্দা মো. সাইদুল হক স্কুটারটি কিনতে বস্তায় করে পয়সাগুলো নিয়ে গিয়েছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের
সাইদুল বলেন, ‘আমি জমানো পয়সা দিয়ে স্কুটার কিনতে পেরে খুবই আনন্দিত। আমি একটি ছোট্ট মুদিদোকান চালাই। অনেক দিনের স্বপ্ন ছিল একটি স্কুটার কিনব। তাই পাঁচ-ছয় বছর ধরে পয়সা জমাতে শুরু করি। অবশেষে আমি স্বপ্নপূরণ করতে পেরেছি। এখন আমি অনেক খুশি।’
স্কুটারের শোরুমের মালিক মনিশ পোদ্দার বলেন, ‘যখন একজন গ্রাহক তার জমানো পয়সা দিয়ে স্কুটার কিনতে আমাদের ডিলারের কাছে আসে, আমি খুব আনন্দ পেয়েছি। কারণ, আমি এ ধরনের খবর টেলিভিশনে দেখেছি বা পত্রিকায় পড়েছি। আমার আশা, সাইদুল ভবিষ্যতে চার চাকার গাড়ি কিনতে পারবেন।’
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩
nykagoj.com | Stuff Reporter