বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ হত্যায় বিশ্বে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   9 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ হত্যায় বিশ্বে প্রতিক্রিয়া

লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরাল্লাহতে হত্যা করা হয়েছে। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে তিনি সংগঠনটিকে নেতৃত্ব দেন।

শুক্রবার বৈরুতের কাছে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ। হামলা অন্তত ছয়টি আবাসিক ভবন ধসে গেছে।

৬৪ বছর বয়সী নেতা নাসরাল্লাহকে হত্যা করার ইসরায়েলের দাবির কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন।’ তারা গাজার সমর্থনে ও লেবাননের প্রতিরক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

নাসরাল্লাহ ২০০৬ সাল থেকে অন্তরালে চলে যান। ১৯৯৩ সালে আব্বাস আল-মুসাভিকে হত্যা করার পর মাত্র ৩২ বছর বয়সে তিনি হিজবুল্লাহর সেক্রেটারি নির্বাচিত হন।

নাসরাল্লাহকে হত্যার পর বিশ্বের বিভিন্ন দেশ-সংগঠন তাদের প্রতিক্রিয়া জানায়।

যুক্তরাষ্ট্র

হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি হাজার হাজার আমেরিকান, ইসরায়েল ও লেবাননের বেসামরিক হত্যায় ‘ন্যায়বিচারমূলক পদক্ষেপ’।

বাইডেন ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার পূনর্ব্যক্ত করে বলেন, নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের হাজারো সাধারণ মানুষ মারা গেছে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি এবং ইরানের সমর্থনপুষ্ট অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আর সেই অধিকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকার কথাটি আবার জোর দিয়ে উল্লেখ করেন বাইডেন।

বিবৃতিতে তিনি প্রতিরক্ষা সচিবকে এই অঞ্চলে ‘মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা আরও আরও জোরালো’ করার নির্দেশ দিয়েছেন।

রাশিয়া

হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে লেবাননের সঙ্গে শত্রুতা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানায় রাশিয়া।

এমন হামলা ও বলপ্রয়োগ লেবানন ছাড়াও পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করবে বলে ‍বিবৃতিতে জানানো হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এমন রাজনৈতিক হত্যাকাণ্ডের অনুশীলনে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ইরান

নাসরাল্লাহ নিহত হওয়ার খবর পাওয়ার পর ইসরায়েলের নীতিকে ‘অদূরদর্শী’ মন্তব্য করে এক বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার লেবাননে ইসরায়েলের ওই হামলাকে ‘অপরাধমূলক’ মন্তব্য করে তিনি ‘সারা বিশ্বের মুসলমানদের লেবাননের জনগণ ও গর্বিত হিজবুল্লাহর’ পাশে থাকার আহ্বান জানান।

অন্যদিকে এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, নাসরুল্লাহর হত্যাকাণ্ড প্রতিরোধকে আরও শক্তিশালী করবে।

জার্মানি

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে লেবাননের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে চরম সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইসরায়েলের এমন হামলা লেবাননের জন্য হুমকি। এমর সহিংস হামলা ইসরায়েলের নিরাপত্তা ও স্বার্থের জন্য স্বস্তিদায়ক হতে পারে না।

ফ্রান্স

এক বিবৃতিতে ফ্রান্সের ইউরোপ ও বিদেশবিষয়ক মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে অস্থিতিশীলতা প্রতিরোধে তারা লেবাননের কর্তৃপক্ষগুলোর পাশাপাশি অঞ্চলটির ফরাসি অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে। তা ছাড়া সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানায় দেশটি।

হিজবুল্লাহ

লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠীটি একটি বিবৃতিতে বলেছে, নাসরাল্লাহ মহান এবং অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন। গোষ্ঠীটি বলেছে, গাজা ও ফিলিস্তিন ও লেবাননের সমর্থনে আমরা জিহাদ চালিয়ে যাব।

ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, নাসরাল্লাহকে হত্যার মাধ্যমে ইসরায়েল ‘স্কোর মীমাংসা’ করা হয়েছে।

হিজবুল্লাজ প্রধান হত্যাকাণ্ডের পর প্রথম বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘অনেক ইসরায়েলি, কয়েকশ আমেরিকান ও কয়েকজন ফরাসিসহ অন্যান্য দেশের অনেক নাগরিককে হত্যা করেছে হিজবুল্লাহ। এজন্য দায়ী একজনের সঙ্গে স্কোর নিষ্পত্তি করেছি।’ সুতরাং আমি আদেশ দিয়েছি- নাসরাল্লাহ আর আমাএদর মাঝে নেই।’

ইসরায়েলের জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভি এক বিবৃতিতে বলেছেন, ‘নাসরুল্লাহ ইসরায়েলের অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে। তাঁর লক্ষ্য ছিল এই যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েলকে ধ্বংস করা। এটি আর হচ্ছে না, আমরা তা নিশ্চিত করলাম। আমরা তাঁকে মুছে দিয়েছি এবং আমরা দিন দিন আরও শক্তিশালী হব।’

হামাস

লেবাননে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যাকে ইসরায়েলের ‘কাপুরুষোচিত, সন্ত্রাসী কাজ’ বলে নিন্দা করেছে।

এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ‘বর্বর জায়নবাদী আগ্রাসন এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলের এই হামলাকে আমরা কঠোর ভাষায় নিন্দা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, এর মাধ্যমে মাধ্যমে ইসরায়েল ‘আন্তর্জাতিক মূল্যবোধ, রীতিনীতি ও সনদ’ উপেক্ষা করেছে। ‘আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তিকে স্পষ্টভাবে হুমকির মুখে ফেলেছে জায়নবাদীরা। এ ধরনের জায়নবাদী হামলা এবং ধ্বংসযজ্ঞ মোকাবিলায় আমরা হিজবুল্লাহর সঙ্গে সংহতি জানাই। ইসরায়েলকে প্রতিরোধে লেবাননের সঙ্গে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয় বিবৃতিতে।

ফাতাহ

হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, এমন কঠিন সময়ে ফাতাহ হিজবুল্লাহর প্রতি সমবেদনা প্রকাশ করেছে। লেবাননের জনগণ এবং তাদের প্রতিরোধে ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন তিনি।ৎ

লেবানন

লেবাননের সাবেক প্রেসিডেন্ট মিশেল আউন এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে দেশ যে ভয়ংকর পরিস্থিতিতে পড়েছে, তা মোকাবিলায় আমাদের সর্বোচ্চ পর্যায়ের জাতীয় সংহতি দরকার।’

দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরিও নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হাসান নাসরুল্লাহর গুপ্তহত্যা লেবানন ও এই অঞ্চলকে সংঘাতের নতুন ধাপে ঠেলে দিয়েছে। আমরা সর্বাত্মকভাবে এই কাপুরুষোচিত কাজের নিন্দা জানাচ্ছি।’

লেবাননের প্রথম সারির খ্রিষ্টান রাজনীতিবিদ জেব্রান বাসিল নাসরুল্লাহর মৃত্যুকে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন। লেবাননের সব মানুষ বর্তমানে কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইসরায়েলি শত্রুর মোকাবিলায় লেবাননের নাগরিক হিসেবে আমাদের একসঙ্গে থাকা ছাড়া কোনো বিকল্প নেই।’

হতি

নাসরুল্লাহর নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ইরানের সহায়তাপুষ্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানায়, ‘এই শাহাদাত, ত্যাগ ও সংকল্পের শক্তিকে আরও দৃঢ় করবে।’

ইরাক

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি নাসরুল্লাহর হত্যাকে ‘এই অঞ্চলের মানুষের (জীবন), তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিনিময়ে সংঘাতকে বাড়িয়ে তোলার বেপরোয়া আকাঙ্ক্ষা’ বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে ইরাকের শিয়া মুসলিম রাজনীতিবিদ মোকতাদা এল সাদর জানান, তিনি ‘প্রতিরোধ সংগ্রামে’ নিজের সঙ্গীকে হারিয়ে শোকগ্রস্ত।

তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। কিন্তু এতে তিনি সরাসরি নাসরুল্লাহর নাম উল্লেখ না করলেও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। এসব হামলাকে তিনি ইসরায়েলের ‘গণহত্যা, দখলদারি ও আগ্রাসনের’ নীতি বলে উল্লেখ করেছেন।

Facebook Comments Box

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com