বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে এক রাতে ৬৭টি ড্রোন ছুড়ল মস্কো

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   28 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনে এক রাতে ৬৭টি ড্রোন ছুড়ল মস্কো

রাশিয়া এক রাতে ইউক্রেনজুড়ে ৬৭টি দূরপাল্লার শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৫৮টি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে দেশটির বিমানবাহিনী জানিয়েছে, ১১টি অঞ্চলে এই ড্রোন হামলা হয়েছে।

রাজধানী কিয়েভের সংসদ ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে কিয়েভে এতদূর রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রবেশ করা বিরল ঘটনা। কারণ, শহরটি সোভিয়েত আমলের সরঞ্জাম ও পশ্চিমাদের সরবরাহ করা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। শহরের কেন্দ্রে পাহাড়ের চূড়ার সরকারি কোয়ার্টারটি সম্ভবত ইউক্রেনের সবচেয়ে সুরক্ষিত স্থান। সেখানে প্রেসিডেন্ট, মন্ত্রিসভা ও কেন্দ্রীয় ব্যাংকের অফিস রয়েছে।

ছবিতে সংসদ ভবনের কাছে মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্তত চারটি ধ্বংসাবশেষ দেখা গেছে। একটি টুকরো ভবনের প্রধান ফটকের সিঁড়িতে পড়েছিল।

রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, আসন্ন শরৎ মৌসুমের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য রাশিয়াকে রাজি করাতে তিনি ন্যাটো দেশগুলোকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি রামস্টেইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জেলেনস্কি।

তিনি পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের মাটিতে ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সমরাস্ত্র উৎপাদন বাড়াতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com