
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 270 বার পঠিত
নিউইয়র্ক স্টেটের দরিদ্র জনগোষ্ঠী খাবারের জন্য অতিরিক্ত ৯৫ ডলার করে পাচ্ছেন। গর্ভনর ক্যাথি হোকল বলেছেন, ইনফ্লেশনের কারনে ‘সাপ্লিমেন্টাল নিউট্রেশন এসিসট্যান্স প্রোগ্রাম ’ (স্ন্যাপ ) থেকে প্রাপ্ত অর্থ জীবনধারনের জন্য এখন পর্যাপ্ত নয়। মানুষের ঘরে ঘরে খাদ্য নিরাপত্তা দেয়া স্টেটের দায়িত্ব। ফেডারেল সরকারের অনুদানে স্টেটের অধীনে স্ন্যাপের আওতায় ৪ সদস্যের পরিবার প্রতিমাসে খাদ্যের জন্য নুন্যতম ৯৩৯ ডলার পেয়ে থাকে। ৮ সদস্যের পরিবার প্রতি মাসে পান ১৬৯১ ডলার। প্রাপ্ত এ অর্থ ক্যাশের মতোই ব্যবহার করতে পারেন গ্রহিতারা। স্বল্প আয়ের পরিবার, সিনিয়র সিটিজেন ও ডিজেবল মানুষ এ সাহায্য পাবার যোগ্য। সরকার এ অর্থ ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফারে (ইবিটি) কার্ড প্রদান করে থাকে। যা ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ডেও মতোই ব্যবহার করা যায়। ক্যাথি হোকল এ অর্থের ওপর আরও ৯৫ ডলার ইমারজেন্সিী বরাদ্দ দেবার ঘোষণা দিয়েছেন। এ বরাদ্দ ২০২৩ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।
স্ন্যাপ অস্বচ্ছল পরিবারগুলোকে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার ক্রয়ে অর্থ দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রে লাখ লাখ পরিবার এ অর্থেও উপর নির্ভরশীল। প্রত্যেকটি স্টেটেই এ কর্মসূচি চালু রয়েছে। নিউইয়র্কে ১৬ লাখ পরিবার বা প্রায় ৪৮ লাখ নিউইয়র্কার তা গ্রহন করছে। স্টেটের জীবনযাত্রার ব্যয় অন্য স্টেটের চেয়ে অনেক বেশি। মুদ্রাস্ফীতির কারনে মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে। নিত্য প্রয়োজনয়ি জিনিষের দাম বেড়েছে শতকরা ৫০ ভাগের বেশি। এমতাবস্থায় দরিদ্রজনগোষ্ঠীর পাশে দাড়িয়েছে নিউইয়র্ক স্টেট। প্রত্যেক পরিবারকে প্রতিমাসে প্রদান করছে অতিরিক্ত ৯৫ ডলার।
Posted ১:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam