শুক্রবার ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তিন ম্যাচ পর গোলশূন্য মেসি, জিততে পারেনি মায়ামিও

খেলা ডেস্ক   |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   34 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন ম্যাচ পর গোলশূন্য মেসি, জিততে পারেনি মায়ামিও

টানা তিন ম্যাচে পাঁচ গোল করে ফর্মের তুঙ্গে ছিলেন লিওনেল মেসি। তবে টরন্টো সফরে এসে সেই ধারায় লাগল ছেদ। একের পর এক সুযোগ তৈরি করেও গোল খুঁজে পাননি আর্জেন্টাইন মহাতারকা। তার গোলশূন্য দিনে ইন্টার মায়ামিকে ১-১ ড্রয়ে থামিয়ে দেয় টরন্টো এফসি।

টরন্টোর মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তাদেও অ্যালেন্দে। এগিয়ে গিয়ে যেন জয় নিশ্চিত ভেবেছিল দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে টরন্টো। ৬০ মিনিটে কাছ থেকে লক্ষ্যভেদ করেন জর্জে মিহাইলোভিচ। শেষ মুহূর্ত পর্যন্ত গোলের খোঁজে মরিয়া ছিলেন মেসি। তবে টরন্টো গোলরক্ষক শন জনসনের দুর্দান্ত সেভে ভর করে বেঁচে যায় স্বাগতিকরা।

২৩ ম্যাচে ২৪ গোল করে এখনও এমএলএসের সর্বোচ্চ গোলদাতা মেসি। ড্রয়ের পর ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে আছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে তারা, তবে হাতে রয়েছে একটি ম্যাচ।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমরা জেতার যোগ্য ছিলাম। বেশিরভাগ সুযোগ আমাদেরই ছিল। হয়তো দ্বিতীয়ার্ধে ১০-১৫ মিনিট এলোমেলো হয়ে গিয়েছিলাম, তবে ম্যাচের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত আমাদের হাতেই ছিল। তবে স্বীকার করতেই হবে, তাদের গোলকিপার আজকের নায়ক।০’

মাসচেরানো আরও বলেন, ‘আমরা এখানে জিততে এসেছিলাম। পয়েন্ট টেবিলে উপরে উঠতে চেয়েছিলাম। সামনে চারটি ম্যাচ আছে, সেগুলো জিতে যতটা সম্ভব উঁচুতে শেষ করার চেষ্টা করব।’

Facebook Comments Box

Posted ৬:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com