শুক্রবার ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রউফের ‘বিমান’ ভঙ্গি ও ‘৬-০’ ইঙ্গিত নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা

খেলা ডেস্ক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   35 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রউফের ‘বিমান’ ভঙ্গি ও ‘৬-০’ ইঙ্গিত নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা

এশিয়া কাপে মাঠের লড়াইয়ে হেরেছে পাকিস্তান, তবে মাঠের বাইরের আচরণে আলোচনায় চলে এসেছেন পেসার হ্যারিস রউফ। রোববার সুপার ফোরে ভারতের কাছে ৬ উইকেটে হারের ম্যাচে রউফের এক ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র বিতর্ক।

ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তখন কিছু ভারতীয় সমর্থক তাকে উসকে দেন। এর জবাবে তিনি আঙুল তুলে ‘৬-০’ ইঙ্গিত করেন এবং হাত দিয়ে যুদ্ধবিমান উড়তে ও পরে ভেঙে পড়তে দেখানোর মতো ভঙ্গি করেন। পাকিস্তান বিমানবাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’-এ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করার দাবি ঘিরেই ছিল তার এই ইঙ্গিত।

পাকিস্তানি সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে রউফের এই অঙ্গভঙ্গিকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করলেও, ভারতীয় সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। বিষয়টি ম্যাচ রেফারির কাছে পৌঁছালে শাস্তির মুখে পড়তে পারেন রউফ। জরিমানা থেকে শুরু করে নিষেধাজ্ঞাও আসতে পারে।

এর আগেও ম্যাচে রউফকে নিয়ে বিতর্ক হয়। বোলিংয়ে এসে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার সঙ্গে তর্কে জড়ান তিনি। আম্পায়ার হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। তবে এসব উসকানির মাঝেই ভারত শান্ত থাকে। অভিষেকের ঝোড়ো ৭৪ রানের ইনিংস, গিলের ৪৭ এবং পরে তিলক ভার্মা (৩০*) ও হার্দিক পান্ডিয়ার (৭*) ব্যাটে ভর করে ভারত ১৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয়।

এই ম্যাচ শেষেও আলোচনায় ছিল দুই দলের না হওয়া ‘হ্যান্ডশেক’। কোনো দলই এগিয়ে এসে হাত মেলাননি। প্রতিবারের মতো ম্যাচ-পরবর্তী করমর্দন না হওয়া নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে খেলোয়াড়সুলভ মানসিকতার অভাব হিসেবে দেখছেন। আগামী ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

Facebook Comments Box

Posted ১১:২১ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com