খেলা ডেস্ক | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত | পড়ুন মিনিটে
দলবদলের দরজা বন্ধ হওয়ার ঠিক আগে প্রিমিয়ার লিগের রেকর্ড ১৩০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছেন নিউক্যাসলের স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার ইশাক। ম্যানচেস্টার ইউনাইটেড এমিলিয়ানো মার্টিনেজকে হতাশ করে বেলজিয়ামের তরুণ গোলরক্ষককে কিনেছে।
ম্যানসিটি ছেড়ে ইলকে গুন্ডোয়ান শেষ মুহূর্তে যোগ দিয়েছেন তুর্কি ক্লাব গালাতাসারায়ে। আবার সিটিজেনদের ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন তুর্কির ফেনেরবাচে যোগ দিয়েছেন। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগের গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে এমন নাটকীয় অনেকগুলো দলবদল সম্পন্ন হয়েছে। আবার শেষ মুহূর্তে ভেস্তে গেছে বেশ কিছু দলবদল।
সময়ের অন্যতম সেরা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। পিএসজি তাকে বাতিলের খাতায় ফেলে দেওয়ায় ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। ম্যানসিটি শেষ মুহূর্তে তাকে দলে ভিড়িয়েছে। এদেরসন ফেনেরবাচে যাওয়ায় এই দলবদল সম্পন্ন হয়েছে। তুর্কির লিগে যাচ্ছেন আরেক ম্যানসিটি গোলরক্ষক ওর্তেগাও।
ইতিহাদ ছেড়েছেন আরেক ম্যানসিটি তারকা। শেষ মুহূর্তে ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি যোগ দিয়েছেন ইন্টার মিলানে। তাকে ধারের শর্তে কিনলেও মৌসুমে শেষে ১৫ মিলিয়নে স্থায়ী চুক্তি করতে হবে। শেষ মুহূর্তে ম্যানইউ বেশ ক’জন ফুটবলারকে বিভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন ক্লাবে পাঠিয়েছে।
যেমন- ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তোনিকে মাত্র ২২ মিলিয়ন ইউরোতে রিয়াল বেটিসের কাছে বিক্রি করেছে। তবে শর্ত দিয়েছে, তাকে অন্য ক্লাবে বিক্রি করলে ৫০ শতাংশ অর্থ দিতে হবে ম্যানইউকে। আবার জাদন সানচোকে ধারে পাঠিয়েছে অ্যাস্টন ভিলায়। মারমুস হোয়লুন্ডকে ধারে পাঠিয়ে দিয়েছে নাপোলিতে। সেজন্য আবার ৬ মিলিয়ন নিচ্ছে রেড ডেভিলসরা। সঙ্গে মৌসুমে শেষে ৪৪ মিলিয়নে কেনার শর্ত থাকছে।
আকাঞ্জিকে কিনে ইন্টার মিলান ছেড়ে দিয়েছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডকে। তিনি ফ্রেঞ্চ ক্লাব মার্সেইতে যোগ দিয়েছেন। আর্সেনালের ডিফেন্ডার জিনচেংকো ধারে নটিংহাম ফরেস্টে যোগ দিয়েছেন। ব্রাইটন থেকে ওয়েস্টহাম শেষ সময়ে কিনেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইগর জুলিওকে। বার্সার হেক্টর ফন্ট ধারে এলচেকে যোগ দিয়েছেন।
শেষ মুহূর্তে চুক্তি ভেস্তে যাওয়াদের তালিকায় শুরুতে থাকবে ক্রিস্টাল প্যালেসের ইংলিশ ডিফেন্ডার মার্ক গুইহির নাম। তিনি লিভারপুলে গিয়ে অর্ধেক মেডিকেল সম্পন্ন করে ফেলেছিলেন। ৩৫ মিলিয়নে বিক্রির সমঝোতা হলেও প্যালেস তা প্রত্যাহার করে নেয়। অ্যাস্টন ভিল্লার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের সঙ্গে কথাবার্তা পাকা করেও শেষ পর্যন্ত ফোন দেয়নি ম্যানইউ। আবার কনর গ্লাঘার অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ম্যানইউ’তে যেতে চাইলেও পারেননি।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
nykagoj.com | Stuff Reporter