
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 134 বার পঠিত | পড়ুন মিনিটে
টরেন্টো ফোবানা সম্মেলনের প্রস্ততি কমিটি গত বুধবার গঠিত হয়েছে। এ উপলক্ষে টরেন্টোর লবংগ রেষ্টুরেন্টে সাংবাদিক এবং সুধী সমাবেশের আয়োজন করা হয়।কমিটির কর্মকর্তারা হলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মুহাম্মদ হাসান-কনভেনর এবং বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি রাসেল রহমান-সদস্য সচিব, খোকন রহমান- প্রধান উপদেষ্টা, ফোবানার প্রাক্তন কনভেনর মাহবুব রব চৌধুরী-চেয়ারম্যান ও ঘরোয়া রেষটুরেনটের মালিক সৈয়দ শামসুল আলম ও আজিম দেওয়ান ভাইস চেয়ারম্যান । অনুষ্ঠানে আবু জোবায়ের দারা ২০১ সদস্য কমিটির নাম ঘোষনা করেন। স্বাগত বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ। টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আতিকুর রহমান সালু, ফারুকী ও তপন ।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
nykagoj.com | Monwarul Islam