মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যামাইকার বৈশাখী মেলায় ফ্রি পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যামাইকার বৈশাখী মেলায় ফ্রি পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

শোটাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে গোল্ডেন এইচ হোম কেয়ার প্রেজেন্টস বৈশাখী উৎসব ও বাংলা বর্ষবরণ ১৪৩১। জ্যামাইকায় অবস্থিত দি ম্যারি লুইস একাডেমী, ১৭৬-২১ ওয়েক্সফোর্ড টেরেচ, জ্যামাইকা,নিউ ইয়র্ক ১১৪৩২ এ ১৪ এপ্রিল বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে থাকছে পান্তা ইলিশ, রকমারি শাড়ি কাপড়ের স্টল, রকমারি পিঠা স্টল, জুয়েল্যারি ষ্টল ও মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর দুইটা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং প্রবাসের কণ্ঠশিল্পীদের পরিবেশন। আরো থাকছে মন মাতানো ফ্যাশান শো ও আকর্ষণীয় রাফেল ড্র। উৎসব মাতাতে বাংলাদেশ থেকে আসছেন সিলেটের ফোক কন্যা বন্যা তালুকদার এবং ফিড ব্যাক খ্যাত লুমেন।

উৎসবে কোন প্রবেশ মূল্য নেই। সবার জন্য পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়েছে দুপুর তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। বর্ণিল এই উৎসবে আপনারা সবান্ধব আমন্ত্রিত। অনুষ্ঠানের স্পন্সর- গ্র্যান্ড স্পন্সর নূরুল আজিম, পাওয়ার্ড বাই রিভারটেল এন্ড বিলাল চৌধুরী, বৈশাখী উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী এবং দোহার উপজেলা সমিতির সম্মানিত প্রেসিডেন্ট জনাব দুলাল বেহেদু। বিশেষ সহযোগিতায়- গিয়াস আহম্মেদ, মিলটন ভূইয়া, জাকির চৌধুরী, তারেক হাসান খান, এটর্নী মঈন চৌধুরী, মোহাম্মদ জামিল, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, রহমান মালিক, বাড়ী হোম কেয়ার, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, মাছওয়ালা ডিস্ট্রিবিউটর, মিনা ফুডস্, ব্লু গ্রীণ ইন্স্যুরেন্স, মোহাম্মদ খালেক, ল অফিস অব রুমা জান্নাতুল, মানহা’স ক্লোজেট, সেলিম বিরানী হাউজ, জয় ফাওয়ার’স।

Facebook Comments Box

Posted ৯:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১০ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com