মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্রংকসের ইফতার পার্টিতে কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজঃ অবিলম্বে প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   141 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্র্রংকসের ইফতার পার্টিতে কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজঃ অবিলম্বে প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধ করুন

নিউইয়র্কের নির্বাচিত প্রতিনিধিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্রংকস বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম ইফতার পার্টি। স্টেট সিনেটর নাতালিয়া ফার্নান্দেজ ব্রংকস ব্যরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন ও এসেমব্লিওম্যান কারিনাজ রিয়েস এর উদ্যোগে এই ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। অনুষ্ঠানে বক্তারা প্যালেস্টাইনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান। কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজ বলেন, প্যালেস্টাইনে যা ঘটছে তা ক্রাইম। আমি ক্রাইম বন্ধের জন্য লড়াই করছি। সিজ ফায়ার করতেই হবে। একচেটিয়া সাধারন মানুষ, মা,ভাইবোন এমনকি শিশুদের নির্বিচারে হত্যা মেনে নেয়া যায় না। গত ৬ এপ্রিল শনিবার ব্র্রংকসের পিএস ১০৬ স্কুলে বাংলাদেশি কমিউনিটির সন্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

   

প্রায় ৩ শতাধিক রোজদার মানুষ এতে অংশ নেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেট সিনেটর নাতালিয়া ফার্নান্দেজ, এসেমব্লিওম্যান কারিনাজ রিয়েস,পাবলিক এডভোকেট জেমিনি উইলিয়ামস, কমিউনিটি বোর্ড ৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি একটিভিস্ট আব্দুস শহীদ, সিপিএ জাকির চৌধুরী, শিক্ষাবিদ শেখ মামুন, আব্দুল ওয়াহিদ চৌধুরী জ্যাকি, প্রেসিডেন্ট এওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান, এম এ ইসলাম মামুন, মোহাম্মদ  সামাদ  মিয়া (জাকারিয়া), জগলুল চৌধুরী, ডিটেকটিভ মাসুদুর রহমান, বেলাল, শেখ জামাল হোসেন ও মোঃ আলাউদ্দীন।

Facebook Comments Box

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com