
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের জন্মবার্ষিকী পালিত হলো অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে। একটি জন্মদিনের অনুষ্ঠান হলেও তা রাজনৈতিক সতীর্থদের মিলন মেলায় পরিনত হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন স্রোতধারার নেতৃবৃন্দ ও কর্মিরা একত্রিতভাবে এ জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন। মঞ্চে প্রবীন বিএনপি নেতা আলহাজ সোলায়মান ভূঁইয়া, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, মিল্টন ভূইয়া, জসিম ভূঁইয়া,আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজসহ নেতৃবৃন্দকে এক সাথে দেখে কর্মিরা ছিল উজ্জেবিত। সভাস্থলে এক কর্মিকে বলতে শোনা যায় নেতারা এভাবে একত্রিত হয়ে দলের কাজ করলে যুক্তরাষ্ট্র বিএনপির যেকোন কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব। অনুষ্ঠানের মধ্যমনি মিল্টন ভূঁইয়া সবার ভালোবাসায় অভিভুত হয়ে বলেন, আপনাদের ভালোবাসায় সত্যিই আমি অভিভূত। আসুন আজকের এই সুন্দর অনুষ্ঠানে শপথ নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও জালিমশাহীর সরকারকে উৎখাত না করে ঘরে ফিরবো না। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাকসুদুল এইচ চৌধুরী। গত বৃহস্পতিবার নবান্ন রেষ্টুরেন্টে জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিল্টন ভূইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন সোলায়মান ভূঁইয়া, জিল্লুর রহমান, গিয়াস আহমেদ, জসিম ভূঁইয়া, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, আহসান হাবিব, আব্দুল খালেক, হেলাল উদ্দীন, আবু সাইয়িদ শাহিন,আবুল কাশেম,মনিরুল ইসলাম,মিজানুর রহমান,মির্জা আযম ও শাহ আলম।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Monwarul Islam