মঙ্গলবার ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৩০০টি কবর কিনলো বগুড়া সোসাইটি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   73 বার পঠিত

৩০০টি কবর কিনলো বগুড়া সোসাইটি

নিউইয়র্কস্থ বগুড়াবাসীর সংগঠন বগুড়া সোসাইটি ৩০০টি কবর কিনলো। গত ২১ জানুয়ারী ২০২৩ শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মামুন টিটরিয়ালে আয়োজিত  সংগঠনের সভায় তা আনুষ্ঠfনিকভাবে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহব্বত আলী আকন্দ।  সভাটি সঞ্চালনা ও কবরস্থানের জায়গা ক্রয় সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

 


যৌথসভায় বক্তব্য রাখেন,উপদেষ্টা পরিষদের সগস্য আব্দুল মান্নান, উপদেষ্টা অধ্যক্ষআজিজুল হক মুন্না, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম মান্না, উপদেষ্টা রাফেল তালুকদার, উপদেষ্টা আতোয়ারুল আলম, সিনিয়র সহ সভাপতি ডঃ জাকিরুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মাদ আলী, সহ সভাপতি জুয়েল আহদে, সাংগঠনিক সম্পাদক রাশেদ আল হেলাল (রতন), প্রচার সম্পাদক গোলাম রব্বানী রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ আপ্যায়ন সম্পাদক খাদেমুল ইসলামরুবেল, এক নং সদস্য মোঃ সাইফুল ইসলাম (কুইন্স), সদস্য নাফিউস সাদি, আবু তাহের, আবু তাহের এম আলম সহ অসংখ্য বগুড়াবসী। সভায় এরকম একটি মহৎ কাজের সাথে একমত পোষন এবং বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের পদক্ষেপের প্রতি সন্তোষ প্রকাশ করে মহান আল্লাহর সন্তুষ্টির জন্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহ সভাপতি মোহাম্মাদ আলী। সংগঠনের সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামকে সাধুবাদ জানান।

এদিকে বগুড়া সোসাইটির উদ্যোগে মানুষের জীবনের সর্বশেষ ঠিকানা ৩০০ টি কবরস্থান ক্রয়ের কন্টাক্টপেপারসহ আনুসঙ্গিক কাগজপত্র গত ২৫ জনুয়ারী বুধবার সোসাইটির সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন কবরস্থানের জায়গার স্বত্ত্বাধীকারী মিষ্টার মাইকেল।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com