বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যে নিয়ম মানলে মেকআপ সহজে গলবে না

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   12 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে নিয়ম মানলে মেকআপ সহজে গলবে না

আর কিছুদিন পরেই দূর্গাপূজা। সেজেগুজে মন্ডপে মন্ডপে ঘুরাঘুরি হবে, অনেক আড্ডা হবে। গরমে মেকআপ গলে সাজগোজ নষ্ট হওয়ার ভয় বেশি থাকে। মেকআপ করলে এমনভাবে করুন যেন তা গলে না যায়। মেকআপ গলে গেলে চেহারা খুব বিভৎস দেখাবে। এই পরিস্থিতি এড়িয়ে যেতে লং লাস্টিং মেকআপের কৌশল জানতে হবে।

ত্বক প্রস্তুত করুন
রুক্ষ ও শুষ্ক ত্বকে ঠিক ভাবে মেকআপ বসে না। তাই সবার আগে ত্বক প্রস্তুত করতে হবে। প্রথমেই ত্বক এক্সফলিয়েট করে নিন। এতে মৃত কোষ দূর হয়ে ত্বক হবে কোমল। এরপর এক টুকরো বরফ ঘষে নিন। বরফ ঘষলে ত্বকের পোরসগুলো বুজে যাবে। এমনকি এই কৌশল মানলে ত্বক ঘেমে মেকআপ নষ্ট হবে না।
পরিষ্কার মুখে টোনার লাগিয়ে নিন। পছন্দের সিরামও লাগাতে পারেন। তবে ময়শ্চারাইজার লাগাতে কিন্তু ভুলবেন না।

ত্বকের ধরন বুঝে প্রাইমার
মেকআপ দীর্ঘস্থায়ী করার অন্যতম রহস্য লুকিয়ে রয়েছে প্রাইমারে। ত্বকের ধরন বুঝে একটি প্রাইমার বেছে নিন। মেকআপ শুরুর আগে তা মুখে লাগান। ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন মুখে ইভেন টোন দেবে এই প্রসাধনী। তাছাড়া এর ছোঁয়ায় মেকআপ টিকে যাবে অনেকক্ষণ। প্রাইমার লাগানো হয়ে গেলে শুরু করুন মেকআপ।

বুঝে শুনে ফাউন্ডেশন লাগান
মেকআপ লং লাস্টিং করার জন্য ফাউন্ডেশন লাগাতে হবে। অনেকেই চড়া মেকআপ পছন্দ করেন। তাই বেশি করে ফাউন্ডেশন লাগান। তবে এর পুরু আস্তরণে ত্বকের ক্ষতি হতে পারে। পাশাপাশি গরমে ফাউন্ডেশন গলে যেতে পারে। গরমে তাই মেকআপের বেস হালকা হওয়াই ভালো। আপনি চাইলে ফাউন্ডেশনের পরিবর্তে সিসি বা বিবি ক্রিমও ব্যবহার করতে পারেন।

ওয়াটারপ্রুফ মাসকারা, আইলাইনার
রোদ গরমে যেন কাজল, লিপস্টিক নষ্ট না হয়, তাই ব্যবহার করুন লং লাস্টিং ও ওয়াটারপ্রুফ মাসকারা, আইলাইনার ও কাজল। এতে অনেক ঘামলেও কাজল লেপ্টে যাবে না। আবার কাজল দেওয়ার পর হালকা করে পাউডার পাফ করে নিতে পারেন। এতেও কাজল দীর্ঘস্থায়ী হতে পারে।
সারাদিন লিপস্টিক যেন টিকে থাকে, এজন্য বাজার থেকে লং লাস্টিং লিপস্টিক কিনুন। ম্যাট লিপস্টিকও ব্যবহার করতে পারেন।

চাই সেটিং স্প্রে
গরমে মেকআপ যেন গলে না যায়, এজন্য মেকআপ করার পর সেটিং স্প্রে লাগিয়ে নিতে হবে। নয়তো ঘেমে নষ্ট হয়ে যেতে পারে চেহারা।

Facebook Comments Box

Posted ৪:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com