
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ মে ২০২৩ | প্রিন্ট | 278 বার পঠিত
গত ২২শে মে সোমবার ২০২৩, সন্ধ্যা সাড়ে ৬টায় নবান্ন পার্টি হল জ্যাকসন হাইটস এ সিরাজগঞ্জ সমিতির কার্যকর কমিটির সভা অনুষ্ঠিতত হয়। শুরুতে সভাপতি মোঃ কামরুজ্জামান (কামরুল) শুভেচ্ছা বক্তব্য দেন।, সভাপতি সভা পরিচালনার জন্য সাধারন সম্পাদক মোঃ আহম্মাদ শরীফ খান (মৌসুমী) কে অনুরোধ জানান। সভায় উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান কামরুল , আহম্মাদ শরীফ খান (মৌসুমী ) , আব্দুর রউফ লেবু ,এস এম নাদীর উজ্জ্বল ,এনাম এলাহী তরফদার আরিফ , এহতেশামুল হক রোকনী.মোঃ রুবেল হাসান মুন্সি , জাকারিয়া সরকার , রেজাউল বারী , হালিম , মাহমুদুল হাসান (মার্ক) ,রেদওয়ানা বিনতে রাজ্জাক (সেতু ) ও জেসমিন মান্নান মিতা , মোমিন মানিক , জহরুল ইসলাম টিপু , জান্নাতুল ফেরদৌস লিপি ,মোঃ শফিকুল ইসলাম খান (শফিক ) , খান হোসেন বিপু ,হাসান বিন নোমান (রাসেল ), মহিউল ইসলাম (মনি ) ,মোঃ মাসুদ রানা,.মোহাম্মদ কাসেম , অনু হামিদ , দেবব্রত সাহা (দেবু ), সাইফুল ইসলাম রাশেদ মান্নান ফয়সাল । সভা শেষে পিকনিক-২০২৩ এর কমিটি ঘোষনা করা হয়। সি:সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ লেবু পিকনিক কমিটির আহবায়ক ও সহ-সাধারন সম্পাদক মোঃ রুবেল হাসান মুন্সি সদ্স্য সচিব নির্বাচিত হন। কোষাদক্ষ মোঃ রেজাউল বারী প্রধান সমন্নয়কারী এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সরকার সমন্নয়কারী নির্বাচিত হয়েছেন।
২২ জুলাই ২০২৩ শনিবার বেথপেজ স্টেট পার্কে সমিতির পিকনিক অনুষ্ঠিত হবে।
Posted ৩:১২ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩
nykagoj.com | Monwarul Islam