
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ মে ২০২৩ | প্রিন্ট | 80 বার পঠিত
গত ১৯শে মে,শুক্রবার Stony Brook University ‘র kenneth P.La Valle Stadium এ Graduation Ceremony-2023 অনুষ্ঠিত হয়।সিনেটের মেজরিটির লীড়ার সিনেটর চাক শ্যুমারের সাথে কম্যুনিটি এ্যাকটিভিষ্ট ও মুলধারার রাজনীতিবীদ গোলাম ফারুক শাহীন এর সাক্ষাৎ ঘটে।
লংআইল্যানডএ “STONE BROKE UNIVERSITY”Graduation Ceremony -2023.এই প্রবাভশালী সিনেটর চাক শ্যুমার গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন।সিনেট চাক শ্যুমারের বক্তব্যর শুরুতে ষ্টেডিয়াম ভর্তি অভিবাবকরা করতালি দিয়ে সিনেটরকে স্বাগত জানান।তিনি তার বক্তব্যবে বলেন,আমি stony Brook University জন্য অনেক অনুদান এনে দিয়েছি।কারন এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বৎসর অনেক ছাএ ও ছাএী সুনামের সাথে পাশ করে বাহির হয় । এই ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করে।এই বৎসর Stony Brook University-2023 সকল গ্যাজুয়েট ছাএ-ছাএীকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
শাহীনের একমাএ ছেলে মোহাম্মদ ওমর ফারুক এই বছর বাইলোজীতে গ্রাজুয়েশন করে ।
চাক শ্যুমার গোলাম ফারুক শাহীনের ছেলেকে অভিনন্দন জানান।
Posted ২:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩
nykagoj.com | Monwarul Islam