মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাফায়েল তালুকদার ও আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন অংশই ১ নম্বরঃ পল খান

ঐক্যের কলতানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   498 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐক্যের কলতানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল 

ঐক্যের কলতানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। রাফায়েল তালুকদার ও আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন অনুষ্ঠানে যোগ দেন নর্থবেঙ্গল ফাউন্ডেশন আব্দুল লতিফ ও শফিকুল ইসলাম শফিক (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক) নেতৃত্বাধীন অংশের উপদেষ্টা নাসির আলী খান পল, ডাঃ সারুয়ারুল হাসান ও ডাঃ সি এম হাসান চন্দন। সংগঠনের ভিন্ন অংশের পৃষ্ঠপোষক নর্থ বেঙ্গলের এই ৩ গুণী মানুষকে কাছে পেয়ে রাফায়েল ও আশরাফ অংশের নেতাকর্মি ও সর্মথকরা ছিল উজ্জীবিত। বুধবার ৫ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত এই ইফতার পার্টি ছিল লোকে লোকারণ্য। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা নাসির আলী খান বলেন, আজকে প্রমান হয়ে গেল এটাই ১ নম্বর নর্থবেঙ্গল ফাইন্ডেশন। অনেকদিন চেষ্টা করেছি সংগঠনকে এক করার। কিন্তু অপর অংশের ৩ বা ৪ জন মাইক পাগল নেতার কারনে ঐক্য হয় না। কিছু দুষ্টলোক আছে। তারা ঐক্য চায় না। ঐক্য হলে ওদের মাইক ধরার ক্ষমতা কমে যাবে। ওদেরকে বাদ দিয়েই আগামীতে পরিপূর্ন ঐক্যবদ্ধ নর্থ বেঙ্গল ফাউন্ডেশন গড়ে তুলবো। এই সংগঠনের গঠনতন্ত্র রাতের পর রাত জেগে আমি, আসেফ বারি টুটুল ও রাব্বি খোকন মিলে তৈরি করেছিলাম। আমি ১০ বছর সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলাম। ঐ অংশের এখনও প্রধান উপদেষ্টা ডাঃ সারুয়ারুল হাসান। আজকে এখানে। আগে আমি গর্ব করে বলতাম আমরাই অরিজিনাল।  কাশেমরা চলে গেছে। আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।   আপনাদের কর্মকান্ড অবজার্ভ করে এই পোডিয়ামে দাঁড়িয়ে আপনাদের গ্রুপকে ১ নম্বর বলে স্বীকৃতি দিলাম। এ সময় পুরো হল করতালিতে ফেটে পড়ে।

 


আসেফ বারি টুটুল মাইক হাতে নিয়ে পল খানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা নর্থ বেঙ্গলের ১৬ জেলাকে বুকে ধারন করে এই সংগঠন করছি। আজকে যে স্বীকৃতি পল ভাই দিলেন তা আমাদের বড় পাওয়া । এর চেয়ে আর বেশি কিছু পাবার বা চাইবার নেই। আবারও পল ভাইকে ধন্যবাদ জানাই। সংগঠনের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ বলেন, ঐক্যের শপথ নিয়ে আমি দায়িত্ব গ্রহন করেছিলাম। আজকে এই প্লাটফর্মে পল ভাই, সারোয়ার ভাই, সি এম হাসান ভাই ও মুন্না ভাইকে একসাথে পেয়েছি। সাধারন সম্পাদক হিসেবে আমার এটাই বড় পাওয়া। সংগঠনের সভাপতি রাফায়েল তালুকদারের বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ। আরও বক্তব্য রাখেন কৃষিবিদ আব্দুল কাদের, আতাঊল আলম,আজিজুল হক মুন্না,নুরুল ইসলাম বর্ষন, ফাহাদ সোলায়মান,আকাশ রহমান, প্রফেসর রফিকুল ইসলাম, এম এন হায়দার মুকুট, রফিকুল ইসলাম ডালিম, মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, লিটন তালুকদার,আবু কামাল পাশা, আব্দুল মতিন, মাকসুদুল এইচ চৌধুরী, এনায়েত হোসেন মুন্সী, আব্দুল মান্নান, আব্দুল বারি মৃধা, রাকিব উদ্দীন দুলাল, কামরুজ্জামান কামরুল,আবুল কাশেম ও রুহুল সরকার, । ইফতার ও দোয়া মাহফিল পরিচলনা কমিটিতে মোহাব্বত আকন্দ- আহবায়ক, সাইফুল ইসলাম- যুগ্ম আহবায়ক ও রুবেল হাসান- সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Facebook Comments Box

Posted ৩:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com