
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 245 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রংকসের পার্কচেষ্টার কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ৪৩ পুলিশ প্রিসিংক্টের নতুন সিইও’র সাথে মতবিনিময় সভা বুধবার ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন মোহাম্মদ এন মজুমদার,আব্দুস শহিদ,সাইদুর রহমান লিংকন, জামাল হোসেন,রেজা আব্দুল্লাহ,তুষার পিক,আলা উদ্দিন,নূর ইসলাম,ইব্রাহিম বার ভূইঁয়া,রন শাহ, মাওলানা ইয়াহিয়া,মোঃ আজিজ,শামীম আহমেদ,ইকবাল,আহম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ৪৩ পুলিশ প্রিসিংক্টের সিইও কার্লোস পেরালটা ও পুলিশ অফিসার লুইস মেন্ডেজ। পার্কচেষ্টারের এশিয়ান ড্রাইভিং স্কুলে অনুষ্ঠিত এ সভাটি পরিচালনা করেন এম ইসলাম মামুন।
Posted ৪:০২ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
nykagoj.com | Monwarul Islam