
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 171 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ফেরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো গত রোববার ২৬ মার্চ। কুইন্সের জ্যাকসন হাইটসে নবান্ন রেষ্টুরেন্টের চাইনিজ পার্টি হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কমিউনিটি একটিভিস্ট ও জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম এন হায়দার মুকুট। সংক্ষিপ্ত আলোচনা করেন বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, রাফায়েল তালুকদার, আব্দুস সবুর, সারোয়ার খান বাবু, আশরাফুজ্জামান আশরাফ ও সাংবাদিক জয়নাল আবেদিন।
প্রধান অতিথির বক্তৃতায় গিযাস আহমেদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির ব্যাপারে ওয়াকিবহাল আছেন। তিনি শিগ্রই যুক্তরাষ্ট্রের কমিটি দিবেন বলে জানিয়েছেন। দলের ঐক্যেও ওপর তিন গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি। স্বৈরাচারি হাসিনার সরকারের বিদায় ঘন্টা বাজাতে ঐক্যেও বিকল্প নেই।
Posted ২:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
nykagoj.com | Monwarul Islam