
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 113 বার পঠিত
বঙ্গবন্ধুর জন্মদিনে খান শওকতের ৮টি নাটক নিয়ে দুই বাংলায় নাট্যোৎসব অনুষ্ঠিত।
গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহ শিশু কিশোর নাট্য দলের আয়োজনে এবং একই দিনে লাকসাম নাট্য জংশনের আয়োজনে বঙ্গবন্ধু নাট্য উৎসব অনুষ্ঠিত হয়। উভয় উৎসবে নিউইয়র্ক প্রবাসী খান শওকতের লেখা মোট ৮টা নাটক মন্চস্থ হয়। কুমিল্লার লাকসাম নাট্য জংশনের উদ্যোগে লাকসাম রেলওয়ে জংশন গোল চত্বরের উৎসবে খান শওকতের লেখা যে নাটকগুলো মন্চস্থ হয়ঃ আমার বাড়ি টুঙ্গীপাড়া, মহা-চক্রান্তেবাকশাল (গ্রুপ- নাটঘর রেপার্টরি, নির্দেশনা- শাহজাহান শোভন), শহীদ রাসেল (গ্রুপ- নাট্যভুমী, নির্দেশনা শাহজাহান শোভন) এবং জি.এম.এস রুবেল এর নাটক প্রামান্যচ্চিত্র বাংলাদেশ। এ উৎসবে প্রধান অতিথী ছিলেন- লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির ব্যাস্থাপনায় এবং ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদলের উদ্যোগে অনুষ্ঠিত এ নাট্য উৎসবে খান শওকতের লেখা ৫টি নাটক মন্চস্থ হয়। সেগুলোর নামঃ হৃদয়ে বঙ্গবন্ধু (গ্রুপ-অংকুর নাট্য একাডেমি, নির্দেশনা- জসীম উদ্দীন আপন), ৭ই মার্চের ভাষন (ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদল, নির্দেশনা- জসীম উদ্দীন আপন), আমার বাড়ি টুঙ্গীপাড়া (হ্যাভেল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ, নির্দেশনা- আব্দুল্লা আল মামুন), খুনী মোশতাক (ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদল, জসীম উদ্দীন আপন), এবং শহীদ রাসেল (ঝিনাইদহ টেকনিকাল স্কুল এ্যান্ড কলেজ, নির্দেশনা- মীর আব্দুল মান্নান)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ শিশু কিশোর নাট্য দলের সভাপতি জনাব মোঃ জয়নাল আবেদিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, অনুষ্ঠান সঞ্চালন করেন অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন মোঃ নাজিম উদ্দিন জুলিয়াস। উপস্থিত দর্শকরা নাটকগুলোর ভুয়সী প্রশংসাকরেন। এছাড়া গত ২১/১২/২০২২ তারিখে দুই বাংলার ৪টি নাট্য সংগঠন খান শওকতেরলেখা ৪টি নাটক নিয়ে কলকাতার যাদবপুরে যোগেশ মাঈম একাডেমিতেঅনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব-২০২২. নাটকগুলোরনামঃ হৃদয়ে বঙ্গবন্ধু, ৭ই মার্চের ভাসন, আমার নাম শেখ মুজিব এবংবঙ্গবন্ধু শেখ মুজিব। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারিতে (২০২৩) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনআয়োজিত টাঙ্গাইলের জেলা শহীদ মিনারে জাতীয় পথ নাট্যোৎসবে যে৬টি নাটক মন্চস্থ হয় তার মধ্যে খান শওকতের লেখা শহীদ রাসেলপরিবেশন করে ঢাকার নাট্যভুমি। গত ২৪/২/২০২৩ এবং ২৫/২/২০২৩ তারিখে খান শওকতের জন্মস্থান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে তার লেখা ৫টি নাটকনিয়ে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু নাট্য উৎসব-২০২৩. নাটকগুলোর নামঃ হৃদয়েবঙ্গবন্ধু, আমার বাড়ি টুঙ্গীপাড়া, মহা-চক্রান্তে বাকশাল, শহীদ রাসেলএবং খুনী মোশতাক। এতে দুই বাংলার ৫টি নাট্যদল অংশ নেয়। গত ১লা মার্চ থেকে ৬ মার্চ (২০২৩) পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারেবাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত পথনাটক উৎসব-২০২৩ এ মোট ৩০টা নাটক মন্চস্থ হয়। তার মধ্যে ৪ঠা মার্চ তারিখে খান শওকতেরলেখা শহীদ রাসেল নাটকটি পরিবেশন করে ঢাকার নাট্যভূমি। গত ২৩/৯/২০১৮ তারিখে কলকাতার জ্ঞান মল্চে বরানগর স্রোত নাট্যএকাডেমী পরিবেশন করে খান শওকত রচিত নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব।ইউটিউবে Bongobondhu Drama Written by Khan Showkat লিখে উক্ত নাটকের ভিডিও দেখা যায়। গত ১৭/৩/২০১৭ তারিখে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে এবং ২রামে ২০১৭ তারিখে নিউইয়র্কের কুইন্স প্যালেসে খান শওকতের লেখাবঙ্গবন্ধু শেখ মুজিব নাটকটি মন্চস্থ করে বঙ্গবন্ধু থিয়েটার। যেহেতু দুই বাংলা ও প্রবাসের বিভিন্ন দেশের প্রায় দুই হাজার নাট্যসংগঠনকে ইমেইলের মাধ্যমে এবং মুদ্রিত বই উপহার দিয়েছেন খানশওকত। তাই তাদের অনেকেই এসব নাটক মন্চস্থ করছেন। এছাড়া দুইবাংলার বিভিন্ন জেলায় এবং প্রবাসে বঙ্গবন্ধু নাট্য উৎসবের আয়োজনের কাজও চলছে। নাট্যকার খান শওকত টেলিফোন ভাসনে বলেন, নবাব সিরাজউদ্দৌলার আগে ও পরে বাংলার মসনদে অনেক নবাব বসেছেন, শুধুমাত্র সিরাজউদ্দৌলা ছাড়া আমরা অন্যদের নামও জানিনা। কারন, সিরাজকে নিয়ে নাটক লেখা হয়েছিলো। তাই নাটকের সংলাপের মাধ্যমে সে ইতিহাস সবার মুখস্ত হয়ে গেছে। একইভাবে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক ছড়িয়ে দিতে হবে এ প্রজন্মের কাছে। সংলাপের মাধ্যমে তারা বলবেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এপ্রয়াস। ইচ্ছা থাকলেও এবার আপনাদের এ উৎসবে উপস্থিত থাকতে পারলাম না। এজন্য আমি দুঃখিত। দূর প্রবাসে বসে প্রার্থনা করছি আপনাদের এ আয়োজন সফল হোক। বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক নাটকের চর্চা ছড়িয়ে দেবো চতুর্দিকে, এটাই হোক আমাদের ব্রত। নাটকের জয় হোক।
Posted ৭:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩
nykagoj.com | Monwarul Islam