নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 298 বার পঠিত | পড়ুন মিনিটে
একজন কাউন্সিলওম্যানের আপত্তির কারনে নিউইয়র্ক সিটির উদ্যোগে ২৬ মার্চ বাংলাদেশের ফ্লাগ উত্তোলন হচ্ছে না। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিটি হল কিংবা ম্যানহাটনের ডাউন টাউনের বোলিং গ্রীনে এ পতাকা উত্তোলনের প্রস্তাব ছিল।
সিটি কাউন্সিলের নিয়ম অনুসারে কোন প্রস্তাব ফ্লোরে তুলতে হলে আগের দিন তা কাউন্সিলম্যান ও কাউন্সিলওম্যানদের কাছে সার্ভ করতে হয়। এ লক্ষ্যে ২১ মার্চ মঙ্গলবার তা কাউন্সিল মেম্বারদের বিলি করা হয়। একজন কউন্সিলওম্যান এটি দেখে ২২ মার্চ তা ফ্লোরে উত্থাপনের বিরোধিতা করেন। তার আপত্তিতে কার্যপ্রনালী থেকে বাদ দেয়া হয়। প্রস্তাবটি পেশ করেছিলেন সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৪৫ থেকে নির্বাচিত ডেমোক্র্যাটি কাউন্সিলওম্যান ফারাহ এন লুইস।
Posted ৩:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩
nykagoj.com | Monwarul Islam