শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২০২৩ সালে পাল্টে যাবে বাংলাদেশঃ বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   223 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০২৩ সালে  পাল্টে যাবে বাংলাদেশঃ বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ

 

বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেছেন,২০২৩ সালে বাংলাদেশ পাল্টে যাবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা একটা যুদ্ধে আছি। বিজয়ের দিকেই এগুচ্ছি। এ যুদ্ধ খোলা চোখে দেখা যাবে না। তবে এটা স্বপ্ন নয়। ফলাফল সহসাই দেখবেন। বাংলাদেশ আবার হাসবে। আমার অভিঙ্গতা থেকেই এ কথা বলছি। রাতে ভিক্ষা করে দিনের বেলায় বড়বড় কথা বলার দিন শেষ হয়ে এসেছে। এই রাজনৈতিক ফটকাবাজির দিন শেষ। আমেরিকার পাশের দেশ কিউবার উদাহরন টেনে জাফর মাহমুদ বলেন, সেটাকে বদলাতে হাজার মানুষের প্রয়োজন হয় নাই। সমাজ পরিবর্তন করতে গেলে, বিপ্লব করতে গেলে হাজার হাজার জন লাগে না। আপনারা তা ২০২৩ সালেই দেখবেন। আমরাই হবো উইনার ফোর্স। আমরা জিতবই। শনিবার ১৮ মার্চ নিজের লেখা আর্টিকেলের সংকলন ‘জয় বাংলা জয় বাংলাদেশ’ গ্রন্থের মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলছিলেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ জুইস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে কুরআন থেকে তেলোয়াত করেন জ্যাকসন হাইটসের খতিব মাওলানা আব্দুস সাদিক।

সভায় বক্তারা বাংলাদেশে জাতীয় ঐক্য গড়তে জয় বাংলাদেশ শ্লোগানে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, রাজনৈতিক মতদ্বৈততা দূর করতে এই শ্লোগানই হবে আগামীতে রাজনৈতিক ঐক্যের ভিত্তি। সাংবাদিক আদিত্য শাহিনের উপস্থাপনায় ও সাঈদ এম আলমের ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন সাংবাদিক মাঈনুদ্দিন নাসের, টাইম টিভি’র আবু তাহের,সিনিয়র সাংবাদিক সাঈদ তারেক,বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা.ওয়াজেদ এ খান, প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, পরিচয় সম্পাদক নাজমুল আহসান,নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম,জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক আবু সাঈদ, টিবিএন ২৪’র এ এফ এম জামান,আইনজীবি শেখ আখতারুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আবু তালেব চান্দু, সারওয়ার চৌধুরী সিপিএ ও ড. আবুল কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম,হক কথার সম্পাদক এবিএম সালাহউদ্দীন, ভোরের কাগজের বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ,আই অন টিভি’র রিমন ইসলাম,চ্যানেল টিটি’র সিইও শিবলী চৌধুরী কায়েস, বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, ইউএসএ নিউজ অনলাইনের শাখাওয়াত সেলিম, নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, ফটো সাংবাদিক তুষার পিক ও ব্যবসায়ী শাহা পলাশ। অনুষ্ঠানে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা অবধি হল ভর্তি দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com